ডিস্ট্রিক্ট ইয়ুথ কোঅর্ডিনেটর, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, মাল্টি টাস্কিং স্টাফ পদে ২২৫ জন লোক নিচ্ছে কেন্দ্রীয় সরকারের নেহেরু যুব কেন্দ্র। ডিস্ট্রিক্ট ইয়ুথ কোঅর্ডিনেটর পদে যে কোনও শাখার পোস্ট গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। রুরাল ডেভলপমেন্ট বা অন্য সামাজিক কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। মূল মাইনে ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০-র মধ্যে।
অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট পদে কমার্স শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। অ্যাকাউন্টসের কাজে অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গে, ইংরেজি টাইপিংয়ে মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকা চাই। কমপিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। মূল মাইনে ২৫,৫০০ থেকে ৮১,১০০-র মধ্যে।
মাল্টি টাস্কিং স্টাফ পদে মাধ্যমিক পাশরা আবেদন করতে পারেন। এনএসভি, আরএসওয়াই এবং এনওয়াইসি সংক্রান্ত ক্ষেত্রে একবছরের কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। হোম গার্ড বা সিভিল ডিফেন্সের বেসিক বা রিফ্রেশার কোর্স পাশ হলে ভালো হয়। বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। মূল মাইনে ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা। দরখাস্ত করুন ৩১ মার্চ, অর্থাৎ রবিবারের মধ্যে অনলাইনে http://nyks.nic.in ওয়েবসাইটে। এই সাইট থেকে আবেদনের ব্যাপারে বিস্তারিত জেনেও নিতে পারবেন।