নারদাকাণ্ডে ফের মির্জাকে তলব সিবিআইয়ের

নারদাকাণ্ডে ফের মির্জাকে তলব করল সিবিআই৷ আগামিকাল নিজাম প্যালেসে মির্জাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷ জানা গিয়েছে, ম্যাথু স্যামুয়েলের থেকে যে নতুন তথ্য পাওয়া গিয়েছে তাকে সামনে রেখেই জিজ্ঞাসাবাদ চলবে৷ সেই সঙ্গে ভিডিও ফুটেজ সামনে রেখে আরও কিছু তথ্য মির্জার থেকে জানতে চাওয়া হবে বলেও জানা গিয়েছে৷

অন্যদিকে, সারদাকাণ্ডে শিবাজি পাঁজা এবং শুভাপ্রসন্নকে তদন্তকারী গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করবে চলতি মাসেই৷ আগামী ৮ জুলাই শুভাপ্রসন্ন এবং ৯ জুলাই শিবাজি পাঁজাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷ তবে এই বিষয়ে তাদের থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

প্রসঙ্গত, গত ২৪ জুন সোমবার নিজাম প্যালেসে প্রায় চার ঘন্টা সিবিআই জেরার মুখোমুখি হন ম্যাথু স্যামুয়েল৷ নারদ তদন্তে এর আগে বেশ কয়েকবার কেন্দ্রীয় গোয়েন্দারা ম্যাথুকে জিজ্ঞাসাবাদ চালিয়েছেন৷ জেরা করা হয়েছে বহিষ্কৃত আইপিএস এসএমএইচ মির্জাকেও৷ তাঁর বয়ানের সঙ্গে ম্যাথুর আগের দেওয়া বয়ানে কিছুটা ফারাক রয়েছে বলে গোয়েন্দারা মনে করেন৷ যার ব্যাখ্যা পেতেই ফের জেরার জন্য ডাকা হয় ম্যাথুকে৷

জেরা শেষে ম্যাথু জানিয়েছিলেন, ‘‘আগে যেসব প্রশ্নের উত্তর দিয়েছিলাম এদিন সেগুলিই ফের জানতে চেয়েছেন গোয়েন্দারা৷ তারা ব্যাখ্যা চেয়েছিলেন৷ অন্যদের জেরার পর আমার বয়ানের সঙ্গে বেশকিছু অসঙ্গতি মিলেছিল৷ তারও ব্যাখ্যা দিতে বলা হয়৷’’

ম্যাথুয়ের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মির্জাকে জিজ্ঞাসাবাদে আরও কিছু জানা যেতে পারে বলে মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.