এ বার ডাক্তারদের আন্দোলন দেশজুড়ে, প্রতিবাদের ডাক দিল ‘আইএমএ’

জুনিয়র চিকিৎসকদের আন্দোলন এ বার রাজ্যের সীমা ছাড়িয়ে জাতীয় স্তরে। বাংলার বিক্ষোভরত চিকিৎসকদের সমর্থনে আগেই ধর্মঘটের ডাক দিয়েছিল এইমসের ডাক্তাররা। এ বার দেশজুড়ে প্রতিবাদের ডাক দিল চিকিৎসকদের সংগঠন ‘ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন’। জানিয়ে দেওয়া হয়েছে, বাংলায় চিকিৎসকদের উপর আক্রমণের প্রতিবাদে শুক্রবার ‘অল ইন্ডিয়া প্রোটেস্ট ডে’ পালন করবেন গোটা দেশের চিকিৎসকরা।

এ দিন প্রেস বিবৃতি দিয়ে নিজেদের মতামত জানায় আইএমএ। আইএমএ প্রসিডেন্ট তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ ড. শান্তনু সেন ও জেনারেল সেক্রেটারি ড. আর ভি অশোকনের তরফে এই বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, বাংলায় এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের উপর হামলা ও তার জেরে ড. পরিবহ মুখোপাধ্যায়ের গুরুতর আহত হওয়ার ঘটনায় তাঁরা চিন্তিত। এই অবস্থা মেনে নেওয়া যায় না। আর তাই শুক্রবার ‘অল ইন্ডিয়া প্রোটেস্ট ডে’ পালন করবেন গোটা দেশের চিকিৎসকরা।

এ ছাড়াও এই বিবৃতিতে আরও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।

  • আইএমএ-র সব সদস্যরা কালো ব্যাজ পরে প্রতীকী বিক্ষোভ দেখাবেন।
  • আইএমএ-র প্রতিটি রাজ্য শাখা ডিস্ট্রিক্ট কালেকটর অফিসের সামনে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ধর্না দেবে। প্রতিটা জেলার জেলাশাসকের হাতে প্রধানমন্ত্রীকে পাঠানো একটা স্মারকলিপি তুলে দেওয়া হবে।
  • আইএমএ-র প্রতিটা স্থানীয় শাখা ও প্রত্যেক সদস্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করবেন, যাতে তাঁরা এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেন।
  • আইএমএ-র মেডিক্যাল স্টুডেন্টস নেটওয়ার্ককে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন নিজেদের কলেজে এই বিষয়ে প্রতিবাদ গড়ে তোলেন।
  • আইএমএ-র জুনিয়র ডক্টর্স নেটওয়ার্ককে বলা হচ্ছে, তারা যেন অন্যান্য ডাক্তারদের সঙ্গে কথা বলে এই বিষয়ে নিজেদের সহমর্মিতা প্রকাশ করে।
  • আইএমএ-র প্রতিটা রাজ্য শাখাকে বলা হচ্ছে, তারা যেন সব রাজ্যের সব ডাক্তারদের সঙ্গে কথা বলে নিজেদের সহমর্মিতা প্রকাশ করে।

এ ছাড়াও চিকিৎসকদের সংগঠনের তরফে দাবি করা হয়, বাংলায় চিকিৎসকদের উপর আক্রমণের ঘটনায় যারা যুক্ত, তাদের যেন কঠোর শাস্তি দেওয়া হয়। বলা হয়েছে, ইতিমধ্যেই ১৯টা রাজ্যে ‘হসপিটাল প্রোটেকশন অ্যাক্ট’ পাস হয়েছে। এই আইন গোটা দেশজুড়ে চালু করার দাবি জানানো হয়েছে আইএমএ-র তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.