বিজেপি হিন্দুত্ববাদী দল নয়, প্রচারের প্রথম দিন জানিয়ে দিলেন মুর্শিদাবাদের বিজেপি প্রার্থী হুমায়ূন কবির।
মঙ্গলবারই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এদিকে হাতে মাত্র ৪ সপ্তাহ সময়, সেই সময় একটুও নষ্ট করতে রাজি নয় হুমায়ূন কবির। বুধবার সকাল থেকেই জোরদার প্রচার শুরু করলেন তিনি। এদিন সকালে তিনি চুনাখালি এলাকায় নিজে হাতে দেওয়াল লেখেন, পায়ে হেঁটে প্রচার করেন।
এদিন হুমায়ূন কবীর বলেন, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তাঁর মূল প্রতিপক্ষ কংগ্রেসের আবু হেনা। তবে এই কেন্দ্রে জেতার ব্যাপারে তিনি একশো শতাংশ নিশ্চিত। পাশপাশি তিনি বলেন, বিজেপি হিন্দুত্ববাদী দল নয়, তার প্রমাণ জেলার মানুষ পেয়ে গেছেন ইতিমধ্যে। কীভাবে? উত্তরও দেন বিজেপি প্রার্থী নিজেই। বলেন, জঙ্গিপুরে গেরুয়া শিবিরের প্রার্থী মাফুজা খাতুন আর এখানে আমি। এটাই তো প্রমাণ। তাঁর আরও মত, তৃণমূল বিজেপির নামে হিন্দুত্ববাদী তকমা লাগাতে চাইছে বটে তবে তা ব্যর্থ হবে। সংখ্যালঘু মানুষ বিজেপিকেই ভোট দেবে। এই রাজ্য থেকে ৪২-এ ৪২টি আসন নিয়ে প্রধানমন্ত্রী হওয়ায় যে স্বপ্ন দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তা শেষ হয়ে যাবে।