দেশজুড়ে করোনা (corona)সংক্রমণ দিনে দিনে বেড়েই চলেছে। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন মোট ১১ হাজার ৯২৯ জন। যা এযাবৎকালে সর্বাধিক।
নতুন আক্রান্তের জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ২০ হাজার ৯২২ জন। শুধু আক্রান্ত না, দেশে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩১১ জনের। দেশে মোট আক্রান্তের মধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৩৪৮ টি। সুস্থ মানুষের সংখ্যা ১ লক্ষ ৬২ হাজার ৩৭৯। মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ১৯৫ জনের।
ইতিমধ্যে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাত, উত্তর প্রদেশে আগামী দুমাসে অবস্থা আরও খারাপ হতে পারে বলে মনে করছে সরকার। অবস্থা এতটাই খারাপ যে জুন থেকে অগস্টের মধ্যে অন্তত আইসিইউ বেড ও ভেন্টিলেটর কম পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
দিল্লি সহ দেশের একাধিক রাজ্য এযেভাবে সংক্রমণ বাড়ছে, সেই বিষয়েই মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, প্রিন্সিপ্যাল সেক্রেটারি সহ অনেকে মিটিংও সেরেছেন।
এই পরিস্থিতিতে ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি সপ্তাহে দু’দিন এ বিষয়ে আলোচনায় বসবেন নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, আগামী সপ্তাহে অর্থাৎ জুন মাসের ১৬ এবং ১৭ তারিখে ক্রমবর্ধমান করোনা ভাইরাসের সংক্রমণকে সামনে রেখে এই আলোচনা হতে চলেছে।