দেশের করোনা সংক্রমনের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী

দেশের করোনা ভাইরাসের (corona virus)সংক্রমণ দ্রুত বেগে বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। শনিবার দেশের একাধিক মন্ত্রী ও আমলাদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সরকারের পক্ষে বিবৃতি জারি করে এই বিষয়ে বলা হয়েছে, বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষ বর্ধন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব প্রমুখ উপস্থিত ছিলেন।এই বৈঠকে নীতি অ
আয়োগের সদস্য বিনোদ পল এই সংক্রান্ত একটি বিষয়ে বিস্তারিত একটি প্রেজেন্টেশন রাখেন। বর্তমান অবস্থা ও আগামী দিনে কী হতে পারে সেই সংক্রান্ত তথ্য সেখানে ছিল। বিনোদ পল বলেন, “বর্তমানে দেশের মোট আক্রান্তের দুই তৃতীয়াংশ শুধুমাত্র পাঁচটি রাজ্যেই রয়েছে।” বড় শহরগুলিতে আক্রান্তের সংখ্যার একটি তথ্যও দেন তিনি।

প্রসঙ্গত, দেশে মোট ৩,০৮,৮৯৩ জনের সংক্রমণের হিসেবে ভারত এখন বিশ্বে চতুর্থ স্থানে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড কোভিড ১৯ (Covid 19) সংক্রমিত ১১,৪৫৮ জন। আরও ৩৮৬ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৮৪। মহারাষ্ট্রে আক্রান্ত ১,০১,১৪১ জন। তামিলনাড়ু দ্বিতীয়, আক্রান্তের সংখ্যা ৪০,৬৯৮। রাজধানী দিল্লিতে আক্রান্ত ৩৬,৮২৪ জন। দিল্লি-লাগোয়া গুরুগ্রামে শুধু ৩১ মে থেকে ১১ জুনের মধ্যে রোগীর সংখ্যা তিন গুণ বেড়েছে। ইতিবাচক পরিসংখ্যান একটাই। আজকের তারিখে দেশে ১,৪৫,৭৭৯ জন অ্যাক্টিভ রোগী। সুস্থের সংখ্যা বেশি ১,৫৪,৩২৯ জন। সুস্থতার হার ৪৯.৯৪ শতাংশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.