পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতির পরিস্থিত ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে? ভোটের দিন ঘোষণা হতে না হতেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে দেখেছি আমরা। রাজ্যবাসীর মনে তখন একটাই প্রশ্ন, এ রাজ্যে ভোট সংস্কৃতির পরিস্থিতি ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে? এবিষয়ে আমরা কথা বলেছিলাম বিশিষ্ট আইনজীবী অরুনাভ ঘোষের সঙ্গে। তাঁর মতে, ‘কেন্দ্রীয় নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচন কমিশন দুটো একেবারেই আলাদা। রাজ্য নির্বাচন কমিশনের মতো জঘন্য-ইনঅ্যাকটিভ-বদমাইশ ও শিড়দাঁড়াহীন এর আগে আমরা দেখিনি। এর আগে পঞ্চায়েত নির্বাচনে বেশিরভাগ জায়গাতেই আমরা ছাপ্পা ভোট হতে দেখেছি। তাই কেন্দ্রীয় বাহিনী এরাজ্যে এলেও কোনও অসুবিধা নেই, মানুষ মানুষের মতো ভোট দেবে।’
এখানেই শেষ নয়, এদিন তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে তিনি বলেন, ‘বাঙালির পতন অনেক আগেই হয়ে গিয়েছে। অনুব্রত মণ্ডলের ছবি বড়ো বড়ো চ্যানেলে দেখানো হয়। এটা হল আমাদের সংস্কৃতি!’
পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, ‘বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের ছাল চামড়া তুলে নেবে।’
এছাড়াও তৃণমূলের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ করেন অরুনাভ ঘোষ। বিস্তারিত জানতে দেখুন ভিডিও
2019-04-02