লোকসভা ভোটের আগে দক্ষিণ ২৪ পরগণা জেলায় ফের হদিশ মিলল অস্ত্র কারখানার। কয়েকদিন আগেই কুলতলি থানা এলাকায় অস্ত্র কারখানার হদিশ মিলেছিল। সেই ঘটনার পর বেশ কয়েকবার বারুইপুরের বিভিন্ন এলাকা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছিল প্রায় প্রতিদিন। বুধবার সকালে বারুইপুর থানার স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশ কর্মীরা বাসন্তীতে হদিশ পেলেন অস্ত্র কারখানার। এদিন স্পেশাল অপারেশান গ্রুপের ওসি লক্ষ্মীকান্ত বিশ্বাস ও বাসন্তী থানার পুলিশের নেতৃত্বে বাসন্তীর ছোট কলা হাজরা গ্রামে তল্লাশি অভিযানে নামে পুলিশ। আর সেখানে মোতালেব পুরকাইত ওরফে হাঁসার বাড়িতেই হদিশ মেলে অস্ত্র তৈরির কারখানার। ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্র তৈরির সরঞ্জাম সহ ছটা বন্দুক, ষোলো রাউন্ড তাজা গুলি, ছটি মোবাইল ফোন, তিন কিলো গান পাউডার সহ আগ্নেয়াস্ত্র তৈরির প্রচুর যন্ত্রপাতি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার উদ্ধার হওয়া অস্ত্র কারখানার যন্ত্রপাতি ও আগ্নেয়স্ত্র নিয়ে সাংবাদিক বৈঠক করেন বারুইপুর পুলিশ জেলার এস পি রসিদ মুনির খান। এই ঘটনায় বিহারের মুঙ্গেরের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই আগ্নেয়াস্ত্র কেনা বেচার পিছনে আরও কারা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে।