এতদিন তাঁর বিরুদ্ধেই ছিল অভিযোগ৷ এবার তিনিই অভিযোগকারী৷ পুরনো দল তৃণমূলের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করলেন বিজেপির বারাকপুর কেন্দ্রের প্রার্থী অর্জুন সিং৷

শধু ভোট চুরিই নয়, তৃণমূল সরকারের ‘উন্নয়ন’ নিয়েও প্রশ্ন তোলেন অর্জুন সিং৷ তাঁর মতে উন্নয়ন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ভাঁওতা৷ দল বদলে তিনি অবশ্য অনুশোচনায় টই-টুম্বুর৷ শাসক দলে থাকাকালীন তাঁকেও সে মিথ্যে বলতে হত বলে দাবি করেছেন বিজেপির এই নেতা৷

আমডাঙায় দলের পার্টি অফিস উদ্বোধনে গিয়েছিলেন অর্জুন সিং৷ তাঁকে দেখা মাত্রই ‘জয় শ্রীরাম’ ধ্বনি৷ তারপরই শুরু হল অর্জুন বচন৷ সেখানে তিনি বলেন, ‘‘উন্নয়নের নিরিখে ভোটে জিতবে বলছে তৃণমূল৷ কিন্তু উন্নয়ন কোথায়? তা দেখা যায় না৷’’ শাসক দলের উদ্দশ্যে তাঁর প্রশ্ন, ‘‘উন্নয়ন যদি করেই থাকেন তাহলে গণতান্ত্রকে ধ্বংস করে ভোট চুরি করেন কেন?’’ উদাহরণ হিসাবে গত পঞ্চায়েতের কথা তুলে ধরেন তিনি৷

উন্নয়ন বা ভোট চুরি প্রসঙ্গে নানা অভিযোগ থাকলেও এতদিন অবশ্য সেসব উড়িয়ে দিয়েছেন বারাকপুরে এই দোর্দদণ্ডপ্রতাপ নেতা৷ কিন্তু দল বদলেই অর্জুনের উপলব্ধি পালটেছে৷ তঁর অভিযোগ, ‘‘বলা হচ্ছে প্রতিশ্রুতির ৯৯ শতাংশ কাজ হয়ে গিয়েছে৷ হাসপাতালে চিকিৎসক, ওষুধ নেই৷ অথচ বিনামূল্যে মিলছে পরিষেবা৷ এইসব মিথ্যে দিয়ে আর জেতা যাবে না৷’’

বিরোধীদের অভিযোগ বাংলায় পুলিশ তৃণমূলের হয়ে কাজ করে থাকে৷ শিবির বদলে সেই অভিযোগে এবার সুর মিলিয়েছেন অর্জুন সিং৷ ডিএ তেন বাকি রাজ্য সরকারী কর্মীদের? এই প্রশ্ন তুলে পুলিশকে ‘পরিবর্তনে’র সাথী হওয়ার আহ্ববান জানান বারাকপুরের বিজেপি প্রার্থী৷

তৃণমূলের তরফে দলত্যাগী নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে৷ অকুত ভয় অর্জুন৷ তিনি পালটা দুর্নীতির অভিযোগ এনেছেন খাদ্যমন্ত্রী ও জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে৷ আপাতত সেই অভিযোগ ঘিরেই চলছে দড়ি টানাটানি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.