“২৬শে মে থেকে মমতার সরকারের মৃত্যু ঘন্টা বাজা শুরু”, রায়গঞ্জের জনসভায় বললেন অমিত শাহ

রায়গঞ্জে মার্চেন্ট ক্লাব ময়দানে বিজেপির জনসভায় উপস্থিত সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ। রায়গঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর সমর্থনে জনসভায় অমিত শাহের পাশাপাশি উপস্থিত মুকুল রায় সহ অন্যান্য জেলা ও রাজ্য নেতৃত্ব।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ প্রথমেই বলেন, আমাদের দুজন কর্মী রাজেশ ও তপন ইসলামপুরে বাংলা শিক্ষকের জন্য আন্দোলন করেছিল। তাদের মমতাদির পুলিশ গুলি করে হত্যা করে আর ভারতীয় জনতা পার্টির কর্মীদের গ্রেপ্তার করে। আমি আজ রায়গঞ্জবাসীর কাছে জানতে এসেছি তাপস আর রাজেশের দোষটা কি ছিল। তিনি আরো বলেন, আমি আজ রায়গঞ্জে বলতে এসেছি মমতাদি যত অত্যাচার করবে করো ২৬ শে মে থেকে তোমার সরকারের মৃত্যু ঘন্টা বাজা শুরু। দেশে মোদি সরকার গড়লে তোমার উল্টা দিন গোনা শুরু হয়ে যাবে। তিনি আরো বলেন, গোটা দেশ মোদি মোদি বলে চিৎকার করছে ভারতীয় জনতা পার্টি এবার সরকার গড়বে তাই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে দেবশ্রী চৌধুরীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। অমিত শাহের বক্তব্য শোনার জন্য মাঠে উপচে পড়ে জনতা। সকাল থেকেই দলে দলে লোক আসতে শুরু করে মার্চেন্ট ক্লাব ময়দানে। দুপুর ২টোয় সভাস্থলে পৌছান অমিত শাহ।

সভায় বক্তব্য রাখেন মুকুল রায় সহ জেলা নেতৃত্বরা।
মুকুল রায় সভা মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, কালীঘাটে মমতা ব্যানার্জির পরিবারের নামে ৩৫ টা ফ্ল্যাট আছে তার প্রমাণ পত্র আমার কাছে আছে। যদি চ্যালেঞ্জ করে তা আমি দেখাতে প্রস্তুত। এছাড়াও তিনি বলেন, তৃণমূল গোটা রাজ্যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে। তাই সন্ত্রাস মুক্ত বাংলা গড়তে ও মোদীর হাত শক্ত করতে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানান অমিত শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.