ভোট উৎসবে মেতেছে আলিপুরদুয়ারবাসী। জেলায় কোথাও কোন অশান্তির খবর নেই। জেলা জুড়ে শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে। জেলার মাদারিহাটের বন্ধ চা-বাগানগুলিতেও চা-শ্রমিকরা ভোট উৎসবে মেতে উঠেছেন।
ভোটাররা সকলের জানান, চা-বাগান খোলার আশায় ভোট দিয়েছেন তারা। এদিকে চা-বাগান বনবস্তি এলাকায় এদিন সকাল থেকেই পুরুষ এবং মহিলা দুটি লাইনেই প্রচুর মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে জেলার বিজেপি, তৃণমূল সহ সকল রাজনৈতিক দলগুলির কথায় এবার জেলায় ভোট হচ্ছে নিশ্চুপ ভোট। জেলার একমাত্র বিধায়ক মনোজ টিজ্ঞা জানান, খুব ভাল ভোট হচ্ছে। চা-বাগানগুলিতেও ভোট পুড়েছে নজর কাড়ার মত। আমাদের প্রার্থী লক্ষাধিক ভোটে জয়লাভ করবে।