সবার টেনিদা অভিনেতা চিন্ময় রায় প্রয়াত

অভিনেতা চিন্ময় রায় হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৯ বছর।

চিন্ময় রায়ের জন্ম ১৯৪০ সালে বাংলাদেশের কুমিল্লায়।

১৯৬০এর দশকে বাংলা সিনেমার জগতে পা দেন।তারপর তপন সিংহের ‘গল্প হলেও সত্যি’ থেকে সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’-সহ অসংখ্য ছবিতে কাজ করেছেন তিনি।

১৯৭৩ সালে সুধীর মুখার্জী পরিচালিত সিনেমা ‘ননীগোপালের বিয়ে’ তে চিন্ময় রায়ের সঙ্গে তাঁর স্ত্রী অভিনেত্রী জুঁই বন্দ্যোপাধ্যায় কে একসঙ্গে দেখা যায়।

স্ত্রী, অভিনেত্রী জুঁই বন্দ্যোপাধ্যায় কয়েক বছর আগেই মারা যান। মৃত্যুকালে রেখে গেলেন ছেলে শঙ্খ রায় ও কন্যাকে।

‘চারমূর্তি’ সিনেমায় টেনিদার ভূমিকায় তাঁর অভিনয় আজও দর্শকের মন ছুঁয়ে যায়।

‘বসন্ত বিলাপ’ , ‘ধন্যি মেয়ে’ এর মত বিখ্যাত সিনেমাগুলি ছাড়াও অনেক বাংলা ছায়াছবিতে তাঁর হাস্যরসাত্মক অভিনয়ের জন্য তিনি দীর্ঘদিন দর্শকের মনে থাকবেন।

কর্মজীবনে তিনি উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি ,রবি ঘোষ , সন্তোষ দত্তের মতো বিখ্যাত অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.