IPL-এ আর কখনও টস করতে নামবেন না কোহলি, বিদায় বেলায় কী বললেন বিরাট?

আইপিএলে বিরাট কোহলির ক্যাপ্টেন্সি অধ্যায় শেষ। বরং বলা ভালো যে, ব্যর্থতার ধারা বজায় রেখেই নেতা হিসেবে আইপিএলে যাত্রা শেষ করলেন কোহলি। আগেই জানিয়ে দিয়েছিলেন, ক্যাপ্টেন হিসেবে এটিই তাঁর শেষ আইপিএল। কেকেআরের কাছে হেরে ব্যাঙ্গালোরকে এলিমিনেটর থেকেই বিদায় নিতে হওয়ায় এবারও আইপিএলের ট্রফি অধরা রইল বিরাটের।

আইপিএলে হার-জিতের পরিসংখ্যানের নিরিখে ক্যাপ্টেন কোহলির রেকর্ড তুল্যমূল্য। তবে নেতা হিসেবে একটাও ট্রফি জিততে না পারার ব্যর্থতা কখনও মুছে ফেলতে পারবেন না বিরাট। যাত্রা শেষে আরিসিবির ক্যাপ্টেন হিসেবে কোহলির পরিসংখ্যানে চোখ রাখা যাক।ট্রেন্ডিং স্টোরিজ

# বিরাট আরসিবিকে নেতৃত্ব দিয়েছেন ১৪০টি ম্যাচে।
# কোহলির নেতৃত্বে আরসিবি ম্যাচ জিতেছে ৬৬টি।
# কোহলির নেতৃত্বে ব্যাঙ্গালোর ম্যাচ হেরেছে ৭০টি।
# ৪টি ম্যাচের ফলাফল নির্ধারিত হয়নি।
# জয়ের শতকরা হার ৪৭.১৭।
# নেতা হিসেবে ১৩৯টি ইনিংসে ব্যাট করতে নেমে কোহলি রান করেছেন ৪৮৭১।
# ক্যাপ্টেন হিসেবে সেঞ্চুরি করেছেন ৫টি
# হাফ-সেঞ্চুরি করেছেন ৩৫টি।

উল্লেখযোগ্য বিষয় হল, আরসিবির ক্যাপ্টেন হিসেবে প্রথম ম্যাচে ৩৯ রান করেছিলেন কোহলি। ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন হিসেবে শেষ ম্যাচেও বিরাট করলেন ৩৯ রান। বৃত্তটা কোথাও একটা পূর্ণ হল বোধহয়।

বিদায় বেলার কোহলি বলেন, ‘দলে এমন একটা সংস্কৃতি তৈরির চেষ্টা করেছি আমি, যেখানে তরুণ ক্রিকেটাররা এসে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের মেলে ধরতে পারে। এটুকুই বলতে পারি, আমি এই ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রতি মরশুমে ১২০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছি। আমি নিজের সেরাটা দিয়েছি সবসময়। তবে এখন সময় এসেছে পুনর্গঠনের।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.