ভোটাধিকারকে সর্বদা শ্রদ্ধা করা উচিত আমাদের : রাষ্ট্রপতি

 ভোটাধিকার কোনও সাধারণ অধিকার নয়, বিশ্বজুড়ে ভোটাধিকারের জন্য অনেক সংঘর্ষ হয়েছে। তাই ভোটাধিকারকে সর্বদা শ্রদ্ধা করা উচিত আমাদের। সোমবার ১১ তম জাতীয় ভোটার দিবসে দেশবাসীর উদ্দেশে এই বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নির্বাচন কমিশন দ্বারা আয়োজিত ১১ তম জাতীয় ভোটার দিবসে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বলেন, দেশে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন করানোর সাংবিধানিক দায়িত্ব সফলভাবে বহন করা ভারতীয় নির্বাচন কমিশনকে ৭২ তম স্থাপনা দিবসে অভিনন্দন। ১১ তম জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে সমস্ত ভোটদাতা, বিশেষ করে আমাদের সেই সমস্ত যুব ভোটারদের অভিনন্দন জানাতে চাই, যাঁরা প্রথমবার ভোট দেওয়ার অধিকার পেয়েছেন। ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা এবং দেশের ভবিষ্যত নির্ধারণ করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নেওয়ার সুযোগ পেয়েছেন আপনারা। রাষ্ট্রপতি এদিন বলেন, স্বাধীনতা অর্জনের প্রায় ৭৫ বছরের মধ্যেই, ভারত গণতন্ত্রের বিশ্বব্যাপী আদর্শের পোষক হিসেবে আত্মপ্রকাশ করেছে।
করোনা-পরিস্থিতিতে বিহার বিধানসভা নির্বাচন এবং জম্মু ও কাশ্মীরে সম্পন্ন ভোট প্রক্রিয়া সম্পর্কে রাষ্ট্রপতি বলেছেন, গত বছর কোভিড মহামারীর মধ্যে বিহার বিধানসভা, জম্মু-কাশ্মীর ও লাদাখে সফল এবং সুরক্ষিত নির্বাচন সম্পন্ন হওয়া আমাদের গণতন্ত্রের অসাধারণ উপলব্ধি। আমাদের সকলের, বিশেষ করে প্রথমবার ভোট দেওয়ার অধিকার পাওয়া আমাদের যুবকদের দায়িত্ব হল, শুধুমাত্র তাঁরা নিজেরাই নন, অন্যকেও অনুপ্রাণিত করুন। রাষ্ট্রপতি বলেন, আমি আপনাদের সকলকে স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের ভোট দেওয়ার মূল্যবান অধিকারকে সর্বদা শ্রদ্ধা করা উচিত। ভোটাধিকার কোনও সাধারণ অধিকার নয়, বিশ্বজুড়ে ভোটাধিকারের জন্য অনেক সংঘর্ষ হয়েছে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.