গোঘাটের নকুণ্ডার কোটা এলাকায় কাশীনাথ ঘোষ নামে এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় বিজেপি কর্মী বলেই পরিচিত ছিলেন কাশীনাথ বাবু। পরিবার সূত্রে খবর, শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। বিভিন্ন জায়গায় খোঁজ করা হলেও তাঁর হদিস মেলেনি। রবিবার সকালে স্থানীয় একটি খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে তাঁর দেহ আরামবাগ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পরিবারের লোকজনের অভিযোগ, কাশীনাথ বিজেপি করত বলেই তৃণমূলের আক্রোশ। এই আক্রোশ থেকেই এই ঘটনা। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনার সাথে তৃণমূলের কোন যোগ নেই, এটা বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফল।
উল্লেখ্য, কয়েকদিন আগেই গোঘাটের নকুণ্ডা এলাকার সক্রিয় তৃণমূল কর্মী লালচাঁদ বাগকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ২১ জনের নামে অভিযোগ দায়ের হয় থানায়। ওই অভিযুক্তদের মধ্যে কাশীনাথ ঘোষও ছিলেন বলে সূত্রের খবর। সব মিলিয়ে একই এলাকায় রহস্যজনক মৃত্যুর ঘটনায় রীতিমতো মত উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সমস্ত বিষয় খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ।