দৈনিক সংক্রমণ ২-লক্ষেরও কম, ভারতে কোভিডে মৃত্যু বেড়ে ৩০৭,২৩১

বহু দিন পর স্বস্তি দিল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, কমতে কমতে দৈনিক সংক্রমণ ২-লক্ষের নীচে নেমে এল। দৈনিক মৃত্যুর সংখ্যাও ৪ হাজারের নীচে নেমে এল। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৯৬ হাজার ৪২৭ জন। এই সময়ে দেশে মৃত্যু হয়েছে করোনা-সংক্রমিত ৩,৫১১ জন রোগীর। একইসঙ্গে সোমবার সারাদিনে দেশে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৮৫০ জন। টিকাকরণও চলছে সমানতালে, ভারতে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মোট ১৯,৮৫,৩৮,৯৯৯ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
ভারতে ফের কমেছে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা, বিগত ২৪ ঘন্টায় কমেছে ১,৩৩,৯৩৪। ১,৩৩,৯৩৪ জন কমে যাওয়ার পর ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ২৫ লক্ষ ৮৬ হাজার ৭৮২-তে (৯.৬০ শতাংশ) পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ১,৯৬,৪২৭ জন কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হওয়ার পর মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২,৬৯,৪৮,৮৭৪। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩ হাজার ৫১১ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩,০৭,২৩১ জন (১.১৪ শতাংশ)। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৫ লক্ষ ৮৬ হাজার ৭৮২ জন। সংক্রমণ বৃদ্ধির মধ্যেও সুস্থতাই প্রতিদিন স্বস্তি দিচ্ছে দেশবাসীকে, সোমবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৮৫০ জন। ফলে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,৪০,৫৪,৮৬১ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৮৯.২৬ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ১৯ কোটি ৮৫ লক্ষ ৩৮ হাজার ৯৯৯ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ২৪,৩০,২৩৬ জনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.