বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইক নিয়ে প্রতিদিন নিত্য নতুন দাবি ও পাল্টা দাবি উঠেই আসছে৷ এবার এই এয়ারস্ট্রাইক নিয়ে মন্তব্য করে বিতর্ক বাঁধালেন বিজেপি বিধায়ক সঙ্গীত সোম৷ উত্তরপ্রদেশের একটি জনসভায় সঙ্গীত সোম দাবি করেন, আর কিছুক্ষণ বালাকোটে বায়ুসেনার যুদ্ধবিমান থাকলেই লাহোরে ভারতের জাতীয় পতাকা উড়ত৷ সঙ্গীত সোমের এই মন্তব্য যথারীতি বিতর্কের জন্ম দিয়েছে৷
বালাকোট এয়ারস্ট্রাইক নিয়ে ভারত সরকার বারবার দাবি করে এসেছে তারা পাকিস্তানে আক্রমণ করেনি৷ কেবল নির্দিষ্ট জঙ্গিঘাঁটিগুলি ছিল তাদের টার্গেট৷ পুলওয়ামার মতো জঙ্গি হামলা রুখতে ভারত প্রি-এমটিভ অ্যাকশন নিয়েছে শুধু৷ কিন্তু সঙ্গীত সোমের দাবি অন্য ইঙ্গিত করছে৷ উত্তরপ্রদেশের জনসভায় এই বিজেপি বিধায়ক বলেন,‘‘বালাকোট থেকে লাহোর কাছে৷ খুব কাছে৷ এতটাই কাছে যে আর দু’মিনিট সেখানে থাকলে লাহোরে জাতীয় পতাকা উড়তে পারত৷
বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত সঙ্গীত সোম এর আগে তাজমহল নিয়ে মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছিলেন৷ তিনি বলেছিলেন, ভারতীয় সংস্কৃতি ও ইতিহাসে তাজমহল কলঙ্ক৷ বাবাতে বন্দি বানিয়ে তাজমহল বানিয়েছিলেন মুঘল সম্রাট৷ যিনি তাজমহল তৈরি করেছিলেন সেই সময় উত্তরপ্রদেশের অনেক হিন্দু ও হিন্দোস্তানের উপর আঘাত হানা হয়েছিল৷ ৪১ বছর বয়সী সোম মুঘল সম্রাটদের নাম ইতিহাসের বই থেকে মুছে দেওয়ার দাবি জানান৷
অপরদিকে পুলওয়ামার বদলা নিতে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোটে ঢুকে জঙ্গিঘাঁটি গুড়িয়ে দিয়ে আসে বায়ুসেনা৷ বালাকোট ছাড়াও মুজফফরবাদ ও চাকোঠির জঙ্গিঘাঁটি গুলি ধ্বংস করা হয়৷