দলের হয়ে এবার নির্বাচনের ময়দানে তাঁকে দেখা যাবে না৷ কিন্তু নেপথ্যে থেকে গেরুয়া শিবিরের হয়ে নির্বাচনী কেন্দ্রিক সব দায়িত্ব পালন করবেন৷ শনিবার বিজেপি নেত্রী উমা ভারতীকে সর্বভারতীয় সহ সভাপতি পদে নিয়োগ করা হল৷ প্রার্থী তালিকা প্রকাশের পর শনিবার কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা সাংবাদিকদের সামনে এই ঘোষণা করেন৷

৫৯ বছর বয়সী উমা এবার যে লোকসভা ভোটে লড়বেন না তা আগেই ঘোষণা করে দিয়েছিলেন৷ অযোধ্যার রামমন্দির নিয়ে মনোনিবেশ করতে ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্ত নেন৷ এছাড়া তিনি ১৮ মাস গঙ্গা যাত্রাও করবেন৷ আসলে উমা ঝাঁসি ছাড়া অন্য কোনও কেন্দ্র থেকে দাঁড়াতে ইচ্ছুক ছিলেন না৷ নিজের মুখে সেকথা জানিয়েও দিয়েছিলেন৷ উমা বলেছিলেন, তিনি প্রার্থী হলে ঝাঁসি থেকেই হবেন৷ নিজের কেন্দ্র বদলাবেন না৷ কারণ ঝাঁসির কেন্দ্রের মানুষ তাঁকে বাড়ির মেয়ের মতো স্নেহ করেন৷

২০১৪ সালে ঝাঁসি থেকে জিতে সাংসদ হন উমা৷ এরপর মোদী মন্ত্রিসভায় কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের দায়িত্ব পান৷ উমা ছাড়াও বিজেপির একঝাঁক পরিচিত মুখ এবার নির্বাচনে দাঁড়াবেন না৷ তাদের মধ্যে রয়েছেন সুষমা স্বরাজ, লালকৃষ্ণ আদবানি, মুরলীমনোহর যোশী প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.