সন্ধে সাড়ে ছ’টা বাজতে না বাজতেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমের বুথ ফেরৎ সমীক্ষার রিপোর্ট প্রকাশ। সবার আগে রিপোর্ট প্রকাশ করেছে টাইমস নাও-ভিএমআর। সেখানে বলা হয়েছে বিজেপি জোট নিশ্চিন্তে সরকার গড়বে। ফের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসছেন নরেন্দ্র মোদী। দেখে নিন তাদের দেওয়া হিসেব–
টাইমস নাও-ভিএমআর
বিজেপি+ ৩০৬
কংগ্রেস+ ১৩২
অন্যান্য ১০৪
ইতমধ্যেই আরও তিনটি ফল প্রকাশিত হয়েছে।
সি ভোটার
বিজেপি+ ২৮৭
কংগ্রেস+ ১২৮
অন্যান্য ১২৭
জন কি বাত
বিজেপি+ ৩০৫
কংগ্রেস+ ১২৪
অন্যান্য ১১৩
এক্সিট পোল | এনডিএ | ইউপিএ | অন্যান্য |
টাইমস নাও-ভিএমআর | ৩০৬ | ১৩২ | ১০৪ |
সি ভোটার | ২৮৭ | ১২৮ | ১২৭ |
জন-কী-বাত | ৩০৫ | ১২৪ | ১১৩ |
বুথ ফেরত সমীক্ষার ব্যাপারে একটা কথা পরিষ্কার জানিয়ে রাখা ভাল। তা হল, এ ধরনের সমীক্ষায় সব সময়েই যে সঠিক ফলাফল আন্দাজ করা যায় তা নয়। বুথ ফেরত সমীক্ষার সঙ্গে প্রকৃত ফলাফল মেলেনি এমন অনেক উদাহরণ রয়েছে। তবে সমীক্ষা মিলতেও দেখা গিয়েছে বেশ কয়েকবার। বিশেষজ্ঞদের মতে, বুথ ফেরত সমীক্ষা থেকে ভোট শতাংশের যে ইঙ্গিত পাওয়া যায় সেটাই গুরুত্বপূর্ণ। কারণ তা থেকে মোটামুটি ভাবে একটা ট্রেন্ড বোঝা যায়। কিন্তু ভোট শতাংশ থেকে প্রকৃত সংখ্যা নির্ধারণ করার প্রক্রিয়া ত্রুটিমুক্ত নয়।
সে দিক থেকে উল্লেখযোগ্য হল, এখনও পর্যন্ত প্রকাশিত সমস্ত বুথ ফেরত সমীক্ষাই জানাচ্ছে এনডিএ বেশ কয়েক কদম এগিয়ে রয়েছে কংগ্রেস জোটের থেকে।