লড়াই শেষ, প্রয়াত প্রাক্তন বিজেপি সাংসদ অশ্বিনী কুমার চোপরা

মারণ রোগ ক্যান্সারকে হারাতে অদম্য লড়াই চালিয়ে যাচ্ছিলেন| কিন্তু, ক্যান্সারের কাছে পরাজয় মেনে নিলেন প্রাক্তন বিজেপি সাংসদ অশ্বিনী কুমার চোপরা| প্রয়াত হলেন প্রাক্তন বিজেপি সাংসদ তথা প্রখ্যাত সাংবাদিক অশ্বিনী কুমার চোপরা| শনিবার হরিয়ানার গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রবীণ বিজেপি নেতা অশ্বিনী কুমার চোপরা| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর|
১৯৫৬ সালের ১১ জুন জলন্ধরে জন্মগ্রহণ করেছিলেন প্রখ্যাত সাংবাদিক অশ্বিনী কুমার চোপরা| ষষ্ঠদশ লোকসভা নির্বাচনে হরিয়ানার কার্নাল লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি, অর্থাত সাংসদ ছিলেন ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত| সপ্তদশ লোকসভা নির্বাচনেও তাঁকে টিকিট দেওয়ার কথা ভেবেছিল বিজেপি, কিন্তু শারীরিক অসুস্থতাজনিত কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি তিনি| পরিবার সূত্রের খবর, মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত ছিলেন অশ্বিনী কুমার চোপরা| শনিবার গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে জীবনাবসান হয়েছে তাঁর|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.