ব্যাঙ্ক সংযুক্তিকরণ, গ্রাহকদের সার্ভিস চার্জ বৃদ্ধি, আমানতের সুদ কমানো সহ কেন্দ্রের একাধিক পদক্ষেপের বিরুদ্ধে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ব্যাঙ্ক কর্মীদের দুটি বৃহৎ সংগঠন। আগামীকাল মঙ্গলবার সারা দেশজুড়ে এই ধর্মঘট পালন করবেন ব্যাংক কর্মীরা।
কিছুদিন আগে আর্থিক দিক থেকে ভেঙে পড়া চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণ এর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। ব্যাঙ্ক সংগঠনের কর্মীদের যুক্তি, কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ওই ব্যাঙ্কগুলির অনেক শাখা বন্ধ হয়ে যাবে। ফলে কাজ হারাবে বহু মানুষ। তারই প্রতিবাদে এই ধর্মঘট। এছাড়া গ্রাহকদের সার্ভিস চার্জ বৃদ্ধি করারও প্রতিবাদ জানিয়েছে তারা। অপরদিকে কেন্দ্রের দাবি, এই সংযুক্তিকরণ এর ফলে কোন মানুষেরই কাজ হারাবে না। এটি ব্যাঙ্কিং পরিকাঠামো স্থাপনের জন্য করা হচ্ছে। এটি করা না হলে আগামী দিনে এইসব ব্যাঙ্কের কোন একটি আর্থিক বিপর্যয়ের মুখে পড়ে বন্ধ হয়ে যাবে। ফলে এটি অত্যন্ত জরুরী পদক্ষেপ।