নিঃশব্দে শতবর্ষ উদযাপন সিদ্ধার্থশংকর রায়ের

নিঃশব্দে পালিত হল প্রয়াত ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশংকর রায়ের (Siddharthshankar Roy) শততম জন্মদিন। রবিবার তাঁর জন্মদিবস উপলক্ষে কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে যেমন ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করা। তেমনি পশ্চিমবঙ্গ বিধানসভা মাল্যদান করা হল তাঁর ছবিতে। ১৯৭২-৭৭ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। সংক্ষুব্ধ সেই সময়ে নকশাল আন্দোলনে উত্তাল ছিল বাংলা। কড়া হাতে সেই অতিবাম আন্দোলনকে দমন করে কুখ্যাত হয়েছিলেন সিদ্ধার্থশঙ্কর। বর্ণময় এই রাজনীতিক একদিকে যেমন ছিলেন একজন নামজাদা ব্যারিস্টার। তেমনি ছিলেন একজন দক্ষ কূটনীতিক।‌

এদিন বিধান ভবনে সিদ্ধার্থশংকর রায়ের ছবিতে মাল্যদান করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra), রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya), ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ প্রমুখ। এদিন সিদ্ধার্থশংকরের বেলতলার বাড়িতে গিয়ে তার ছবিতে মালা দিয়ে আসেন কংগ্রেস নেতা প্রদীপ প্রসাদ। এদিন বিধানসভায় সিদ্ধার্থশংকরের জন্মদিনে মাল্যদান করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা আব্দুল মান্নান (Abdul Mannan) ও কংগ্রেস পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী প্রমুখ, ছিলেন তার পরিবারের সদস্যরা।

নীল রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.