ভারতে উপেক্ষিত হিন্দুরা এমনটাই মনে করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। অযোধ্যা মামলায় মধ্যস্থতার নির্দেশ প্রসঙ্গেএমনটাই মত প্রকাশ করেছেন আরএসএস কর্মীরা।শুক্রবার অযোধ্যা মামলার মধ্যস্থতাকারী প্যানেল তৈরি করেছে দেশের শীর্ষ আদালত। আট সপ্তাহের মধ্যে আলোচনার মাধ্যমে বিবাদ মিটিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরমধ্যে মধ্যপ্রদেশের গোয়ালিয়ারে চলছে আরএসএসের বৈঠক। এই বৈঠকেই এই মত প্রকাশ করা হয়েছে।
জানা গেছে এই বারের বৈঠকের প্রথম থেকেই আলোচনা শুরু হয়েছে রাম মন্দির নিয়ে। দ্রুত রাম মন্দির নির্মাণের জোর দেওয়া হয়েছে। কিভাবে মন্দির নির্মাণের বাধা সরানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে। আরএসএসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের উপর আস্থা প্রকাশ করেও শীর্ষ আদালতের নির্দেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তাদের বক্তব্য এই মামলার নিষ্পত্তি দ্রুত হওয়া উচিত ছিল। কিন্তু তার বদলে আরো অদ্ভুত পদ্ধতি নেওয়া হচ্ছে। হিন্দুদের আস্থার সঙ্গে যুক্ত সংবেদনশীল বিষয়কে গুরুত্ব দেয়নি শীর্ষ আদালত। একই সঙ্গে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। শবরীমালা মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে তাদের অভিযোগ মন্দির কমিটির একমাত্র মহিলা সদস্যের বয়ানও নেওয়া হয়নি।