পাশ্চাত্যের দাসত্বের ছাপ ভাঙতেই ব্রিফকেস ছাড়লেন সীতারামন

প্রথা ভেঙে এবার ব্রিফকেস ছাড়াই বাজেট পেশ করতে গেলেন অর্থমন্ত্রী। পেশ হচ্ছে দ্বিতীয় এনডিএ সরকারের বাজেট৷

সকালেই সংসদে পৌঁছলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ৷ প্রথা ভাঙলেন তিনি৷ হাতে নেই সেই চিরাচরিত ব্রিফকেশ৷ রয়েছে লাল শালুতে মোড়া বাজেট বক্তৃতার নথি৷ বাজেট পেশের আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী এদিন সকালে যখন তাঁর নর্থ ব্লকের অফিস থেকে বাইরে বের হন তখন তাঁর হাতে ওই লাল শালুর ব্যাগটি দেখা যায়৷ এতদিন তাঁর পূর্বসূরীরা বাজেটের দিনে ব্রিফকেস ব্যবহার করতেন বাজেট নথি নিয়ে আসার জন্য৷ এই ব্যাগের উপরে রয়েছে রাষ্ট্রীয় প্রতীক অশোক চক্র ৷

কেন এবার লাল শালুতে মুড়ে বাজেট স্পিচ আনা হল, সেই প্রসঙ্গে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রহ্মমণ্যম জানিয়েছেন, ওই ব্যাগে মোড়া বাজেটের ‘বই খাতা’ বার্তা দিচ্ছে। আর এর মাধ্যমে পশ্চিমি দাসত্বের অবসান ঘটানোর বার্তা দেওয়া হচ্ছে।

এদিন বাজেট বক্তৃতার শুরুতেই ‘মজবুত ভারত’-এর কথা বলেন সীতারামণ। তিনি বলেন, ‘এবার লোকসভা নির্বাচনে ভোটের সংখ্যা ছিল অনেক বেশি। প্রত্যেলকেই সরকারের প্রতি আস্থা প্রদর্শন করেছেন। এই নির্বাচনে উজ্জ্বল ও স্থায়ী ভারতের বার্তা পাওয়া গিয়েছে।

তাঁর ‘মজবুত ভারত’-এর কথা শুনে করতালি শুরু হয় সংসদ জুড়ে। শুরুর বক্তৃতায় উর্দু কবিতার লাইন বলতে শোনা যায় সীতারমনকে।

ভারতীয় রেলে বিপুল বিনিয়োগের কথা বলেন অর্থমন্ত্রী৷ বলেন, ১৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হবে ২০৩০ সালের মধ্যে৷ সাগরমালা প্রকল্প বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ আরও বৃদ্ধি করবে বলে জানিয়েছেন তিনি৷ তিনি আরও বলেন, ৫৫ বছর লাগল এক ট্রিলিয়নের অর্থনীতিতে পৌঁছতে৷ সেখানে ৫ বছরে ২.৭ ট্রিলিয়নের অর্থনীতি তৈরি হয়েছে দেশে৷ এবার ৫ ট্রিলিয়নের দিকে এগোচ্ছে দেশ৷

বাজেট ভাষণে অর্থমন্ত্রী বললেন- রান্না ঘরে এখন ধোঁয়া দেখতে পাওয়া যায় না৷ ভারতের চন্দ্রাভিজানে নতুন গতি আনার কথা বলেন তিনি৷ উল্লেখ করেন, সরকারের লক্ষ্য চাঁদে পৌঁছে যাওয়া৷ ঐতিহাসিক দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর৷ রিফর্ম-পারফর্ম-ট্রান্সফর্মে জোর দিচ্ছে সরকার, এমনটাই জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.