একনজরে ২০১৯ বাজেট পূর্ণাঙ্গ বাজেট:

১) ৩০০ কিলোমিটার নতুন মেট্রো রেল লাইন তৈরীর প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

২) সাগর মালা প্রকল্পের মাধ্যমে অন্যান্য দেশের সঙ্গে ভারতের  সম্পর্ক মজবুত হবে এবং অর্থনীতিতে বড় ভূমিকা পালন করবে।

৩) কেন্দ্রীয় বাজেট এদেশের বিভিন্ন নদী প্রকল্প এবং জল সংরক্ষণ ব্যবস্থায় গুরুত্ব দেওয়া হয়েছে।

৪) গোটা দেশে রেলের পরিকাঠামো উন্নয়নে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

৫) দেশে বিদেশি বিনিয়োগ আশানুরূপ,
গঙ্গায় পণ্য পরিবহন বাড়াতে বিশেষ পরিকল্পনা কেন্দ্রীয় বাজেট।

৬) আগামী ৪ বছরে চার গুণ পণ্য পরিবহন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

৭) ফারাক্কায় তৈরি করা হবে টার্মিনাল লক ব্যবস্থা। সাহেবগঞ্জ ও  হলদিয়ায় নতুন দুটি প্রকল্পের প্রস্তাব।

৮) দেশে বিকল্প শক্তির বৃদ্ধিতে জোর দেওয়া হয়েছে এ বিষয়ে বিদ্যুৎ চালিত গাড়ির জন্য ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব অর্থমন্ত্রীর।

৯) ট্রেন ও বাসের জন্য অভিন্ন স্মার্ট কার্ড তৈরির প্রস্তাব বাজেটে।

১০) ভারতমালা ২ প্রকল্পে অধীনে বিভিন্ন রাজ্যের সঙ্গে সড়ক পরিকাঠামো উন্নয়ন করা হবে জলের পণ্য পরিবহনে সাহেবগঞ্জ ও হলদিয়াকে  যুক্ত করা হবে।

১১) ২০৩০ সালের মধ্যে রেলে ১৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব অর্থমন্ত্রীর।

১২) প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ৩০ হাজার কিলোমিটার পরিবেশবান্ধব রাস্তা তৈরি করা হয়েছে।

১৩)প্রধানমন্ত্রী আবাস যোজনায় ২০২২ সালের মধ্যে ১.৯ কোটি বাড়ি তৈরি করা হবে।

১৪) ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পেনশন প্রকল্প চালুর প্রস্তাব।

১৫) প্রধানমন্ত্রী কর্মযোগী মান ধন প্রকল্পের আওতায় আনা হবে’ এই পেনশন প্রকল্পকে।

১৬) কৃষকরা যাতে সঠিক দাম পান সেদিকে নজর রাখবে কেন্দ্রীয় সরকার।

১৭) ২০২৪ সালের মধ্যে প্রতিটি গ্রামে পরিস্রুত পানীয় জল দেওয়ার প্রস্তাব।

১৮) বৃষ্টির জল সঞ্চয়ে বিশেষ জোর দিতে প্রকল্প আনা হচ্ছে।

১৯) ২০২২ সালের মধ্যে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে।

২০) ভারতীয় পাসপোর্টধারী এনআরআই দের জন্য দ্রুত আধার কার্ড। চারটি নতুন ভারতীয় দূতাবাস খোলা হচ্ছে।

২১) কেন্দ্রীয় সরকার পাবলিক সেক্টর ব্যাংকের সংখ্যা কমিয়েছে।

২২) গোটা দেশে ১৭ টি বিশেষ পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে।

২৩) আদিবাসীদের সংস্কৃতি বজায় রাখতে বিশেষ আর্কাইভ।

২৪) স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ১ লক্ষ টাকা ঋণ দেওয়ার প্রস্তাব।

২৫) উচ্চশিক্ষায় ৪০০ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব।

২৬) ডিজিটাল প্রেমেন্ট ব্যবস্থায় জোর দেওয়া হচ্ছে।

২৭) এলইডি লাইট ব্যবহারে জোর।
দূষণ কমাতে গোটা দেশে প্রায় ৩৫ কোটি এলইডি লাইট সরবরাহের প্রস্তাব।

২৮) মহিলাদের জন্য বাজেটে নতুন প্রকল্প।
প্রকল্পের নাম “নারী টু নারায়ন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.