দিল্লি গণধর্ষণ মামলায় নতুন মৃত্যু-পরোয়ানা, ২০ মার্চ ফাঁসি দণ্ডিতদের

দিল্লি (Delhi) গণধর্ষণ মামলায় নতুন করে মৃত্যু-পরোয়ানা জারি করল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| নতুন মৃত্যু-পরোয়ানা অনুযায়ী, আগামী ২০ মার্চ সকাল ৫.৩০ মিনিট নাগাদ দিল্লির (Delhi) তিহার জেলে ( Tihar jail ) ফাঁসি হবে নির্ভয়ার (Nirvoea) ৪ জন অপরাধীর| বৃহস্পতিবার নতুন মৃত্যু-পরোয়ানা জারি করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট|


উল্লেখ্য, ২০১২ সালে রাজধানীর বুকে চলন্ত বাসে নির্ভয়াকে ধর্ষণ ও খুনের অপরাধে সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড দিয়েছে মুকেশ সিং (Mukesh Singh), অক্ষয় ঠাকুর (Akshay Thakur), পবন গুপ্তা (Pawan Gupta) ও বিনয় শর্মাকে (Vinay Sharma)| প্রথমে ৭ জানুয়ারি নির্ভয়া কাণ্ডে মৃত্যু-পরোয়ানা জারি করেছিল দিল্লির দায়রা আদালত| ওই পরোয়ানায় বলা হয়েছিল, ২২ জানুয়ারি অপরাধীদের ফাঁসি কার্যকর করতে হবে| সেই মতো প্রস্তুতিও চলছিল তিহার জেলে| কিন্তু, দণ্ডিতরা একে একে প্রাণভিক্ষার আর্জি জানাতে শুরু করলে তা পিছিয়ে ১ ফেব্রুয়ারি করা হয়| ১ ফেব্রুয়ারিও ফাঁসি হয়নি অপরাধীদের, ১৭ ফেব্রুয়ারি নতুন করে মৃত্যুদণ্ডের পরোয়ানা জারি করেছিল আদালত| তাতে ৩ মার্চ একসঙ্গে অপরাধীদের ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দেওয়া হয়| তাও পিছিয়ে যায়| এবার নতুন করে মৃত্যু-পরোয়ানা জারি করল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট|
নতুন মৃত্যু-পরোয়ানা জারি হওয়ার পর নির্ভয়ার মা আশা দেবী জানিয়েছেন, যেহেতু ৪ জন অপরাধীর সমস্ত আইনি প্রতিকার শেষ হয়েছে, তাই আমি আশা করছি নির্ধারিত দিনেই (২০ মার্চ সকাল ৫.৩০ মিনিট) অপরাধীদের ফাঁসি কার্যকর করা হবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.