মঙ্গলবার বিকেল নাগাদ নেতাজি সুভাষচন্দ্র বিমান বন্দরে নামেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা নবনির্বাচিত বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। বিসিসিআই সভাপতি নির্বাচিত হবার পর প্রথমবার কলকাতার মাটিতে পা রাখলেন তিনি।
কলকাতায় ফিরেই বিজেপিতে যোগদান সহ অমিত শাহের সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনায় জল ঢালেন দাদা। সরাসরি তিনি জানালেন, ““অমিত শাহর সঙ্গে এই প্রথমবার আমার দেখা হলো। ওঁকে আমি একবারও প্রশ্ন করিনি যে, বিসিসিআইয়ের কোন পদ আমি পেতে চলেছি। কোনও রাজনৈতিক বিষয় নেই এর মধ্যে।”
উল্টোদিকে অমিত শাহও জানিয়ে দিয়েছেন যে, সৌরভের সঙ্গে তাঁর রাজনৈতিক বিষয়ে কোনও আলোচনা হয়নি।
উল্লেখ্য, আর কিছুদিনের মধ্যেই ভারতের ক্রিকেট বোর্ডের সিংহাসনে আরোহণ করবেন মহারাজা। এ প্রসঙ্গে দাদা জানান, ভীষণই খুশির মুহূর্ত। আমি বেশি খুশি কারণ বোর্ডের এত কঠিন একটা সময়ে সদস্যরা আমার উপর বিশ্বাস রাখলেন। তাঁদের এই আস্থাটা দেখেই সব চেয়ে ভাল লাগছে।
অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কেও নিয়েও মুখ খোলেন সৌরভ। তিনি বলেন, “অসাধারণ কৃতিত্ব ওঁর। আমার সঙ্গে দেখা হয়নি কখনও। আমি ফ্লাইটে করে আসার সময় ওঁর ব্যাপারে পড়ছিলাম। উনি স্পেশাল। একদিন নিশ্চয়ই দেখা করব।”