জম্মু-কাশ্মীরের বাসিন্দারা পানীয় জলের দাবীতে লোকসভা ভোট বয়কটের সিদ্ধান্ত নিতে চলেছে। রাজ্যের ডোডা জেলার তিন গ্রামে বসবাসকারি মানুষজন জানিয়েছেন তুষার ধস কিংবা বন্য জন্তু এসব ভয়কে উপেক্ষা করে দুরবর্তি জঙ্গলের ঝর্ণার জলের উপর তাদের সারা বছর ভরসা করতে হয়। প্রশাসনের এই সমস্যা সমাধানে কোনো চেষ্টা আজ পর্যন্ত না হওয়ায় গআমবাসীরা কার্যত ক্ষুব্ধ।
ডোডা জেলার গ্রাম তিনটি গানোরি, কুঠাল ও নায়েক মহল্লা। সেখানে ১০০ টি পরিবারের বাস।
কয়েক বছর আগে দুর্গম জায়গায় জল আনতে গিয়ে তুষার ধসের কবলে পড়ে গ্রামের কয়েকজনকে আটকে পড়ার মত ঘটনা ঘটে ছিল। যদিও পরে উদ্ধারকারী দলের দ্রুত সহায়তায় তারা রক্ষা পেয়েছেন।