ইসরোর প্রাক্তন চেয়ারম্যানকে খুনের হুমকি দিল জইশ।
ইসরোর প্রাক্তন চেয়ারম্যান জি মাধবন নায়ারকে একটি চিঠিতে এই হুমকি দিল পুলওয়ামা হামলায় জড়িত জঙ্গি সংগঠন জইশ-ই-মহমদ। ঘটনার তদন্তে নেমেছে কেরলের পুলিশ। শুক্রবার পুলিশের পক্ষ থেকেই এ-খবর জানানো হয়।
জানা গিয়েছে, গত বুধবার চিঠিটি পান নায়ার। যেখানে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়। এরপরই পুলিশকে গোটা বিষয়টি জানানো হয়। এ-সম্পর্কে ইসরোর প্রাক্তন চেয়ারম্যান জানান, চিঠিটি তিনি নিজে পড়েননি। সেটি হাতে পাওয়ার পরই নিরাপত্তারক্ষীরা তা পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশই জানায়, চিঠিতে লেখা রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমর্থন করলে তাঁকে মেরে ফেলা হবে। সূত্রের খবর, জৈশ জঙ্গিগোষ্ঠী নাকি অন্য কেউ এই হুমকি চিঠি লিখেছে, জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
প্রসঙ্গত, ২০০৯ সালে ইসরোর চেয়ারম্যান পদ থেকে অবসর নেন নায়ার। ২০১৮ সালের অক্টোবরে বিজেপিতে যোগ দেন। সম্প্রতি প্রধানমন্ত্রী ‘মিশন শক্তি’র সাফল্যের কথা ঘোষণা করার পর তাঁর প্রশংসা করেন নায়ার। তারপরই আসে এই হুমকি চিঠি।