করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের পথে ভারত : প্রথম ট্রায়াল সফল পিজিআই চণ্ডীগড়ের

করোনা ভাইরাসের (Coronavirus) ভ্যাকসিন কী আবিস্কার করেই ফেলল ভারত ? তেমনই ইঙ্গিত দিয়েছে চণ্ডীগড়ের পিজিআই (Chandigarh PGI)। এই সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ফল পেয়েছে বলেই খবর মিলেছে। সম্প্রতি ছয়জন করোনা ভাইরাসে আক্রান্তের শরীরে তাদের তৈরি ভ্যাকসিন দেওয়া হয়েছিল। রবিবার জানা গিয়েছে, প্রথম ট্রায়ালেই সাফল্য পেয়েছে চন্ডীগড় পিজিআই। পরীক্ষামূলকভাবে করোনা আক্রান্ত রোগীদের ০.৩ মিলিমিটার ডোজের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। তিনদিনের মধ্যেই আক্রান্ত ওই ছয়জনের ব্যাপক উন্নতি লক্ষ্য করা গিয়েছে। করোনা সংক্রমণের ফলে তাদের শ্বাসকষ্টের সমস্যা ছিল। কিন্তু, ইঞ্জেকশন নেওয়ার পর তাদের শ্বাসকষ্টের সমস্যা দূর হওয়ার পাশাপাশি, সুস্থ হয়ে উঠছেন বলেই জানিয়েছে চন্ডীগড় পিজিআই।

গত সপ্তাহে ‘সেন্ট্রাল গভমেন্ট ফর ক্লিনিক্যাল ট্রায়াল অফ করোনা ভাইরাস ভ্যাকসিন’ কতৃপক্ষ‌ চন্ডীগড় পিজিআইকে এই পরীক্ষার জন্য অনুমতি দেয়। ‘দি কাউন্সিল অফ সাইন্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিচার্জ’ ‘মাইকোভিকট্রাম ডাবলু’ কার্যকর করার পক্ষে মত দেয়। তবে পিজিআই চণ্ডীগড়ের এই পরীক্ষা সফল হলেও এখনই বড়োসড়ো আশ্বাস দিতে নারাজ তারা। বরং আরও বেশী করে ট্রায়ালে গিয়ে একেবারে চূড়ান্ত সাফল্য পেলেই প্রকাশ্যে কোনো কিছু ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। এই ধরনের ভ্যাকসিন কুষ্ঠ, নিমউনিয়া ও টিউবারকুলসিস রোগের ক্ষেত্রে ব্যবহার হয়।

পিজিআই চন্ডীগড়ের এই সাফল্য প্রকাশ্যে আসতেই আশায় বুক বাঁধতে শুরু করেছে গৃহবন্দী ভারতবাসী। সকলের আশা, করোনা ভাইরাস সংক্রমণ রুখতে ভারতই পথ দেখাবে গোটা বিশ্বকে। পিজিআই চন্ডীগড় থেকেই এই মারণ ভাইরাসের করালগ্রাস রুখে দেওয়া যাবে। সম্প্রতি বৃটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সংক্রমণ রোগ একটি ভ্যাকসিনের প্রথম ট্রায়ালের কাজ শেষ করেছে। তবে তাদের পরীক্ষা প্রসঙ্গে ফলাফল এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.