করোনা ভা‌ইরাসের আতঙ্কে কাবু দেশ,রুখতে প্রস্তুত কেন্দ্র,দাবি স্বাস্থ্য মন্ত্রকের

করোনা সংক্রমণ কি ভারতেও? এই নিয়ে আতঙ্ক মানুষের মনে | বুধবার কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছে মোট ২৮জন করোনা আক্রান্ত | কিন্তু পাশাপাশি তিনি এও দাবি করেছেন যে ভারত এই সংক্রমণ রুখতে পুরোপুরি তৈরি | হু-র মুখ্য গবেষক সৌম্য স্বামীনাথন বলেন ভারতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার যথেষ্ট কারণ আছে | কিন্তু ভারত যেহেতু আগে থেকেই তৈরি ছিল তাই তা রুখতেও তারা সক্ষম |

ভারতে করোনা আক্রান্তদের মধ্যে ইতালি ১৬জন নাগরিক আছেন বলে জানা গিয়েছে| দিল্লি, কেরালা ও তেলেঙ্গানার ১ ও ৩জন এতে আক্রান্ত বলে জানা গিয়েছে| এই ভাইরাসের মোকাবিলার জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় সার্কুলার জারি করা হয়েছে |

দিল্লি নয়ডার স্কুল গুলি বন্ধ রাখা হয়েছে | মাস্ক ব্যবহার করা ও স্পর্শ না করা একে অপরকে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানানো হয় সেই নির্দেশিকায় | ভিড় ও জলবহুল রাস্তাঘাট এড়িয়ে চলতে বলা হয়েছে |

যদিও করোনা আক্রান্ত মানুষের লক্ষণ গুলি একেবারেই সাধারণ সর্দি কাশির মত বলে জানাচ্ছে বিশ্বব স্বাস্থ্য সংস্থা | হাঁচি,কাশি ,সামন্য জ্বর খুব সাধারণ চিহ্ণ এই রোগের |

এর সঙ্গে কারো কারো ক্ষেত্রে ফুসফসে সংক্রমণ থাকতে পারে | তবে যা ই হোক না কেন এমন কিছু সামনে এলে অবশ্যই দ্রুত নিজেকে আলাদা রাখতে হবে পরিবারের থেকে | চিকিৎসকের পরামর্শ নেওয়াও খুব জরুরি | কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যগুলির মুখ্য সচিবের সঙ্গে জরুরি বৈঠকও ডাকা হয়েছে | তাতে এই ভাইরাসের মোকাবিলা সংক্রান্ত আলোচনা করা হবে বলেই সূত্রের খবর | যে কোন মূ্ল্যে সংক্রমণ ঠকানোই যে কোন দেশের কাছে বড় চ্যালেঞ্জ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.