ফের রেকর্ড গড়ল ভারত, ২৪ ঘন্টায় ৫.১৫ লক্ষের বেশি করোনা-টেস্ট

কোভিড-১৯ (covid-19)পরীক্ষার ক্ষেত্রে ফের রেকর্ড গড়ল ভারত(India)। ভারতে বিগত ২৪ ঘন্টায় ৫.১৫ লক্ষের বেশি কোভিড-১৯ নমুনা পরীক্ষা করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে এক দিনে (রবিবার সারা দিনে) ৫,১৫,০০০-রও বেশি কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ৫,১৫,৪৭২টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।করোনা-সংক্রমণের সঙ্গে তালে-তাল মিলিয়ে ভারতে দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে করোনা-পরীক্ষা। ২৬ জুলাই পর্যন্ত ভারতে মোট ১,৬৮,০৬,৮০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সোমবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, শুধুমাত্র ২৪ জুলাই ৫,১৫,৪৭২টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.