প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জেইই ও নীট পরীক্ষা পিছিয়ে দিতে অনুরোধ করলেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তিনি বলেন, কোভিড-১৯ পরিস্থিতির জন্য এই সিদ্ধান্ত নেওয়া উচিত। এছাড়াও ওডিশার বহু জায়গা এখনও বন্যাকবলিত।
এএনআই
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জেইই ও নীট পরীক্ষা পিছিয়ে দিতে অনুরোধ করলেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তিনি বলেন, কোভিড-১৯ পরিস্থিতির জন্য এই সিদ্ধান্ত নেওয়া উচিত। এছাড়াও ওডিশার বহু জায়গা এখনও বন্যাকবলিত।
এএনআই
Odisha CM Naveen Patnaik spoke to Prime Minister Narendra Modi over the telephone today and requested him for postponement of NEET and JEE exams, in view of COVID19 situation and also because many parts of the state are in the grip of flood: CMO, Odisha. (File pics) pic.twitter.com/JXFWFv4p6t
— ANI (@ANI) August 27, 2020
Designed using Magazine Hoot. Powered by WordPress.