দ্বিতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এক নজরে দেখে নিন আয়কর সংক্রান্ত কয়েকটি ঘোষণা।
প্য়ান ছাড়াও আধার কার্ডের মাধ্যমে কর জমা দেওয়া যাবে।
৪৫ লাখ টাকা পর্যন্ত গৃহঋণের সুদে আয়কর ছাড় সাড়ে তিন লাখ টাকা।
এতদিন এই ছাড় ছিল ২ লাখ টাকা। বাড়ল দেড় লাখ টাকা।
পাঁচ লাখ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। নতুন কোনও বদল এল না।
ডিজিটাল পেমেন্টে কোনও চার্জ লাগবে না।
বৈদ্যুতিন গাড়ি কিনলে দেড় লাখ টাকা আয়করে ছাড়।
২ থেকে ৭ কোটি টাকা বার্ষিক আয়ে লাগবে সারচার্জ।
ব্যাঙ্ক থেকে বছরে এক কোটির বেশি টাকা তুললে ২ শতাংশ সারচার্জ।
বিদ্যুৎচালিত গাড়ির উপরে জিএসটি ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ।