মৃত্যু আরও ৭৭৫ জনের, ভারতে করোনা-মুক্ত ১০.২০ লক্ষেরও বেশি

ভারতে (india)দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে করোনা(corona)-আক্রান্তের সংখ্যা। নতুন করোনা-সংক্রমিতের পাশাপাশি মৃত্যুও বাড়ছে রোজই। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বুধবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৭৭৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫২,১২৩ জন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩৪,৯৬৮ জন এবং সংক্রমিত ১৫,৮৩,৭৯২ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১০,২০,৫৮২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ২৪২।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৩৪,৯৬৮ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দু’জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ১,২১৩ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৩ জন, অসমে ৯২ জন, বিহারে ২৭৮ জনের, চন্ডীগড়ে ১৪ জন, ছত্তিশগড়ে ৪৮ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৩,৯০৭ জনের, গোয়া ৩৯ জন, গুজরাটে ২৩৯৬ জনের, হরিয়ানায় ৪১৩ জনের, হিমাচল প্রদেশে ১৪ জনের, জম্মু-কাশ্মীরে ৩৪৮ জনের, ঝাড়খণ্ডে ৯৮ জনের, কর্ণাটকে ২,১৪৭ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৬৮ জন, লাদাখে ৬ জন, মধ্যপ্রদেশে ৮৪৩ জন, মহারাষ্ট্রে ১৪,৪৬৩ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে ৫ জন, নাগাল্যান্ডে ৫ জন, ওডিশায় ১৫৯ জনের, পুদুচেরিতে ৪৭ জন, পঞ্জাবে ৩৬১ জন, রাজস্থানে ৬৫০ জনের, সিকিমে একজন, তামিলনাড়ুতে ৩,৭৪১ জন, তেলেঙ্গানায় ৪৯২ জন, ত্রিপুরায় ২১ জন, উত্তরাখণ্ডে ৭৩ জন, উত্তর প্রদেশে ১,৫৩০ জন এবং পশ্চিমবঙ্গে ১,৪৯০ জন প্রাণ হারিয়েছেন।ভারতে দ্রুততার সঙ্গে চলছে কোভিড-১৯ পরীক্ষা। ভারতে বিগত ২৪ ঘন্টায় ৪.৪৬ লক্ষের বেশি কোভিড-১৯ নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৯ জুলাই পর্যন্ত ভারতে মোট ১,৮১,৯০,৩৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, শুধুমাত্র ২৯ জুলাই ৪,৪৬,৬৪২টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.