নৌকা বাইচ প্রতিযোগিতার মাঝে মহানন্দা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ প্রায় ৭০ জন। ৮ জনের দেহ মিলেছে। মহানন্দা নদীতে তল্লাশি চলছে।
বৃহস্পতিবার রাতে উৎসবের আবহে বিষাদের সুর। এর আগে রূপনারায়ণ নদে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এবার উত্তর বাংলার মালদহের চাঁচলে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। চাঁচল ১নম্বর ব্লকের জগন্নাথপুর ঘাটের মহানন্দা নদীতে হয়েছে নৌকাডুবি। এখানে নৌ বাইচ প্রতিযোগিতা চলাকালীন ডুবে যায় নৌকা।
নিখোঁজ যাত্রীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। উদ্ধারে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
শারদোৎসব উপলক্ষে মালদহের জগন্নাথপুর ঘাটের অপরপ্রান্তে মুকুন্দপুর ঘাট এলাকায় নৌ বাইচ হচ্ছিল। অতিরিক্ত যাত্রী থাকার ফলে নৌকা ডুবে যায়। কয়েকজন সাঁতরে পাড়ে এলেও বহু যাত্রী তলিয়ে গেছেন।
রাতে আর উদ্ধার সম্ভব নয়। ফলে বাড়ছে আশঙ্কা। সাম্প্রতিক সময়ে সব থেকে বড় নৌকাডুবির কেন্দ্র মালদহ।