ফেব্রুয়ারি-মার্চে হবে না আইসিএসই-আইএসসি পরীক্ষা : বোর্ড

ছাত্র ছাত্রীদের জন্য বড়সড় ঘোষণা। কাউন্সিল ফর দ্যা ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট একজামিনেশন বা Council for the Indian School Certificate Examinations জানিয়ে দিল ফেব্রুয়ারি ও মার্চ মাসে নির্ধারিত পরীক্ষা নেওয়া হবে না। কাউন্সিলের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে আইসিএসসি ও আইএসসির পরীক্ষা ফেব্রুয়ারি ও মার্চ মাসের নির্ধারিত সূচীতে হবে না।

তবে পরীক্ষা পরবর্তী দিনক্ষণ জানিয়ে দেবে কাউন্সিল ফর দ্যা ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট একজামিনেশন বলে জানানো হয়েছে।

কাউন্সিল ফর দ্যা ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট একজামিনেশন জানিয়েছে করোনা পরিস্থিতি এখনও দেশের বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণে নেই। এই অবস্থায় পরীক্ষা নিলে ছাত্র ছাত্রীদের আতংকের মধ্যে পরীক্ষা দিতে হবে, ঝুঁকিও থাকবে। সব মিলিয়ে এখন পরীক্ষা প্রক্রিয়া আয়োজন করার মতো পরিস্থিতি নেই।

এদিকে, দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন। বোর্ড মাথায় রাখছে সেই বিষয়টিও। ভোটের মাঝে পরীক্ষা পড়লে, তা পরীক্ষার্থীদের জন্য সমস্যা তৈরি করতে পারে বলে মনে করছে কাউন্সিল ফর দ্যা ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট একজামিনেশন।

বোর্ডের তরফে আরও জানানো হয়েছে, চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২১-২২ সালে যে নয়া অ্যাকাডেমিক সেশন চালু করার ঘোষণা করা  নতুন একাডেমিক সেশন শুরু নিয়ে যে ঘোষণা করা হয়েছিল সেই তারিখ অপরিবর্তিই থাকছে। বোর্ড(ISC) জানিয়েছে, বোর্ডের আওতায় থাকা স্কুলগুলির একাডেমিক সেশন শুরু হবে মার্চের মাঝামাঝি ও জুনের প্রথম সপ্তাহে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.