ধারালো অস্ত্র, একটি ছোট গাড়ি, একটি মোটরবাইক এবং ৩২ টি বিভিন্ন ব্যাঙ্কের এটিএম কার্ড সহ ৬ জন দুস্কৃতীকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে তাদের সুভাষগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান ছিনতাই ও এটিএম প্রতারনার সাথে যুক্ত এই দুস্কৃতীরা। ধৃতদের আজ রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতের বেলা রায়গঞ্জ থানার পুলিশের কাছে খবর আসে বেশ কয়েকজন বহিরাগত লোককে সুভাষগঞ্জ এলাকায় বাঙ্কের এটিএমের সামনে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। খবর পেয়েই পুলিশ সেখানে পৌঁছে তাদের দেখে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাদের কথার মধ্যে অসংগতি খুঁজে পাওয়ায় পুলিশ প্রথমে তাদের আটক করে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে পুলিশ তাদের কাছ থেকে ৩২ টি এটিএম কার্ড ও বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করে। এরপরই রায়গঞ্জ থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। আটক করা হয় তাদের সাথে থাকা একটি ছোট গাড়ি ও একটি মোটরবাইক। ধৃতরা সকলেই এই জেলারই বাসিন্দা। ধৃতদের আজ রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।