এ বড় কঠিন সময় আজ। কোনো সমাজকে ধ্বংস করতে গেলে আক্রমণকারী সে সমাজের সৃষ্টি কৃষ্টির ওপরেই প্রথম আঘাত হানে, যাতে সে সমাজকে ভেতর থেকে অন্তঃসারশূন্য করে তোলা যায়। বাঙ্গালীর সৃষ্টি কৃষ্টির লালন পালনে অন্যতম মাধ্যম রবীন্দ্রচর্চা। আর তাই সেখানেই নেমে এসেছে আঘাত। সাংস্কৃতিক সন্ত্রাসবাদী আঘাতে বিদীর্ণ হয়েছে রবীন্দ্রভারতী থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র জন্মজয়ন্তী পালনের প্রাঙ্গন। এমন দুঃসময়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঋতম ও সনাতন ভারতের উদ্যোগে আগামী ২৪ তারিখ ঋতয় অ্যাপে রবীন্দ্র জন্মোৎসব পালনের বড় আয়োজন করা হয়েছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট গুণীজনেরা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে তুলে ধরবেন রবীন্দ্রনাথ কে। এতদিনের নির্দিষ্ট গন্ডীতে রবীন্দ্রনাথ কে আবদ্ধ রাখার সচেতন প্রয়াসকে সজোরে ধাক্কা দিয়েও এ অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে বিশ্বমানব রবীন্দ্রনাথ। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রবীন্দ্রনাথ কে উপস্থাপন করবেন বিশিষ্ট সাংবাদিক শ্রী রন্তিদেব সেনগুপ্ত মহাশয়, শ্রদ্ধেয় অধ্যাপক ড. স্বরূপ প্রসাদ ঘোষ, সুলেখক শ্রী সঞ্জয় সোম, প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী শ্রী প্রবুদ্ধ রাহা, জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল এবং তরুণ সমাজকর্মী শ্রী চন্দ্রচূড় গোস্বামী। লকডাউনকে মান্যতা দিয়ে নিউজ অ্যাপ ঋতম এর এই আয়োজনে বিশ্ববাসীকে জানাই সাদর আমন্ত্রণ।
2020-05-19