মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা এতদিন বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে। মুখ্যমন্ত্রীর লেখা কবিতার বইয়ের বিভিন্ন অংশ বহুবার প্রকাশ্যে এসেছে। কিছু কবিতা মুখ্যমন্ত্রী নিজেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। তবে, এবার তাঁর লেখা বিভিন্ন কবিতা নিয়ে আসছে পুজো সংখ্যার অ্যালবাম।
পুজো সংখ্যার গানের অ্যালবাম ‘মাটি’তে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একাধিক সৃষ্টিকে তুলে ধরা হচ্ছে। ২০১৯ দুর্গাপুজোর আবহে , মহালয়ায় আসছে মুখ্যমন্ত্রীর লেখা এই গানের অ্যালবাম। মহালয়ার দিন অর্থাৎ ২৮ সেপ্টেম্বর ‘জাগো বাংলা’ র উৎসব সংখ্যার উদ্বোধনের দিনই এই গানের অ্যালবামটি মুক্তি পেতে চলেছে।
লোপামুদ্রা মিত্র, রূপঙ্কর, মনোময়, জোজো, শান্তনু , ও মন্ত্রী ইন্দ্রনীল সেনের কণ্ঠে আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ৭ টি গান। এই গানগুলি হল, ‘মাগো তোমার ভালোবাসায়’, ‘ পাহাড় কাঁদে , সবুজ কাঁদে’,’আকাশ তুমি বৃষ্টি দিলে ‘ ,’ একি , উকি, বুকি, হাম্বা, হাম্বা হো’,’ দে দোল দোল দোল’,’মাটি আমার মায়ের ফসল’,’ছিল একটা ছোট্ট মেয়ে ‘।