এমএসএস পুরস্কার বিজয়ীদের মধ্যে মেয়েদের উপস্থিতি বেশি নিয়ে উচ্ছ্বসিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বর্ষ ২০১৮-১৯ জন্য এনএসএস (ন্যাশনাল সার্ভিস স্কিম) এর ১৪ জন মেয়ে সহ মোট ৪২ জন স্বেচ্ছাসেবককে রাষ্ট্রীয় সেবা যোজনা পুরস্কারে সম্মানিত করেছেন। পুরস্কার প্রাপকদের মধ্যে ৩৩ শতাংশ বেশি মহিলাদের উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি।নিজের উচ্ছ্বাস না চেপে রাষ্ট্রপতি জানিয়েছেন, আমাদের মেয়েরাও যে রাষ্ট্র সেবায় অমূল্য যোগদান করতে পারে তা প্রমাণ করে দিয়েছে এরা। করোনা মহামারীর কারণে গোটা অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভবন থেকে অংশগ্রহণ করেন রামনাথ কোবিন্দ। পুরস্কার প্রদানের মূল অনুষ্ঠানটি হয় দিল্লির বিজ্ঞানভবনে। সেখানে পুরস্কার প্রাপকদের উদ্দেশ্য করে রাষ্ট্রপতি জানিয়েছেন, পুরস্কার প্রাপকদের তালিকা যেসব মেয়েরা রয়েছে তারা নিজেদের নিষ্ঠা, সেবা ভাবনা এবং সাহসের পরিচয় দিয়েছে।সাবিত্রীবাই ফুলে, কস্তুরবা গান্ধী, মাদার টেরেজার সেবা ভাবনার মহান অনুপ্রেরণার পরম্পরা বহন করে চলেছে এই সকল মেয়েরা। সেবা ভাবনা এবং সামাজিক দায়বদ্ধতার প্রতি অঙ্গীকারবদ্ধ এই সকল পুরস্কার প্রাপকদের সঙ্গে আলাপচারিতা করে নিজেকে ধন্য মনে করেছেন রাষ্ট্রপতি। এনএসএসের মূল আদর্শ যে জনসেবা ভাবনা এবং তা যে মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত সেদিকে আলোকপাত করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানিয়েছেন, মানব সেবার পাশাপাশি মহাত্মা গান্ধী পশুপাখি প্রকৃতির প্রতি সেবা এবং করুণাকে গুরুত্ব দিয়েছেন এবং নিজের সম্পূর্ণ জীবন সেবা কার্যে জন্য নিয়োজিত করে গিয়েছেন।মহাত্মা গান্ধী বলেছিলেন ঈশ্বরের পরিচয় সেবা ভাবনায়।সেটা মেনেই সেবাধর্মকে বহন করে চলেছি। সেই সেবা ধর্মের কথা মাথায় রেখে ১৯৬৯ সালে মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষে এনএসএস প্রতিষ্ঠা করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.