শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুরেভি’। আগামী ৪ ডিসেম্বর (শুক্রবার) সকালে তামিলনাড়ুর দক্ষিণে কন্যাকুমারী এবং পামবানের মাঝে স্থলভাগ থেকে বয়ে যাবে ‘বুরেভি’। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। ইতিমধ্যেই তুরুনেলভেলিতে পৌঁছে গিয়েছে এনডিআরএফ-এর তিনটি টিম। থোথুকুড়িতে পৌঁছে গিয়েছে এনডিআরএফ-এর দু’টি। ঘূর্ণিঝড় আছড়ে পড়বে এমন জায়গা থেকে মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।
ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, বুধবার সন্ধ্যায় অথবা রাতে শ্রীলঙ্কা উপকূল (ত্রিঙ্কোমালি এলাকা) থেকে বয়ে যাবে ঘূর্ণিঝড় ‘বুরেভি’। ৪ ডিসেম্বর সকালে তামিলনাড়ুর দক্ষিণে কন্যাকুমারী এবং পামবানের মাঝে স্থলভাগ থেকে বয়ে যাবে ‘বুরেভি’। ঘূর্ণিঝড়ের প্রভাবে ৪ ডিসেম্বর পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে দক্ষিণ তামিলনাড়ুতে এবং দক্ষিণ কেরলে। ২-৫ ডিসেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
2020-12-02