প্রথম দফার নির্বাচনের আগে ভোটার এবং ভোট কর্মীদের আশ্বস্ত করলেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার আরিজ আফতাব। প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ভোট কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন জায়গায় জায়গায়। সেই সব ভোট কর্মীদের আশ্বস্ত করে তিনি জানালেন ভোটকর্মীদের পূর্ণাঙ্গ নিরাপত্তা দেবে নির্বাচন কমিশন। রাজ্যের প্রত্যেক বুথে ভোটার ও ভোট কর্মীদের নিরাপত্তার জন্য সশস্ত্র পুলিশ মোতায়েন থাকবে। তার সঙ্গে ফ্লাইং স্কোয়াডের পুলিশ কর্মীও নজরদারির দায়িত্বে থাকবে বলেও জানিয়েছেন আরিজ আফতাব।সোমবার জেসপ বিল্ডিংয়ে উত্তর কলকাতা জেলা নির্বাচন আধিকারিকের দফতরে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। রাজ্যে প্রত্যেক দফাতেই সশস্ত্র পুলিশ কর্মী দিয়ে ভোট করাবে কমিশন। পাশাপাশি ভোটার ও ভোটকর্মীদের নিরাপত্তায় কোনওরকম গাফিলতি কমিশন করবে না বলেও আস্বস্ত করেছেন তিনি। এমনকি ভোটার ও ভোট কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বাড়তি কেন্দ্রীয় বাহিনীর জন্য তিনি দিল্লির নির্বাচন কমিশন দফতরের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন আরিজ আফতাব। সেই সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন প্রত্যেক লোকসভা কেন্দ্রের জন্য নিযুক্ত পর্যবেক্ষকরা সময় মতোই কেন্দ্রে পৌঁছে যাবেন।
2019-04-09