গতকাল শিলিগুড়ি তারপর ব্রিগেডে নিজেদের শক্তি প্রদর্শন করলো বিজেপি। দুটো সভাতেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং দুটো জনসভাতেই বিপুল পরিমাণে মোদী ভক্তদের ভিড় প্রমাণ করে দিলো যে, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি তৃণমূলের কোমর ভাঙতে চলেছে।
মাস খানেক আগে এরাজ্যের শাসক দলে বড়সড় ভাঙন ধড়িয়ে এক সাংসদ যোগ দিয়েছিলেন বিজেপিতে। তারপর তৃণমূলের দুই বিধায়ক এবং বোলপুরের সাংসদ অনুপম হাজরাও যোগ দিয়েছিলেন বিজেপিতে। এছাড়াও সিপিএম ভেঙে দলের বিধায়ক খগেন মুর্মু যোগ দেন বিজেপিতে।
শুধু বিধায়ক আর সাংসদই না তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন হাজার হাজার কর্মী সমর্থক। আর এরই মধ্যে রাজ্যের আরেকজন বিধায়ক বিজেপিতে নাম লেখাতে চলেছেন বলে খবর। বিজেপি সূত্র অনুযায়ী, পুরুলিয়ার বর্তমান কংগ্রেসের বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় এবার বিজেপিতে যোগ দিতে চলছেন।
উনি আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ না দিলেও, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ’র সাথে দেখা করেছেন বলেই খবর। উনি বিজেপিতে যোগ দেওয়ার পর বিজেপির টিকিটে এবার লোকসভা আসনে লড়তে পারেন। বিজেপির নেতা মুকুল রায়’র সাথে দীর্ঘদিন ধরে সুসম্পর্ক রয়েছে ওনার। আর সেই সম্পর্কের জেরেই এবার উনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন।