সুধাকর রেড্ডি লিখিতি রুপে জানিয়েছে যে, কংগ্রেস এখন দল থেকে কোম্পানি তে পরিণত হয়েছে। আর প্রতিটি টিকিটের জন্য কংগ্রেস কোটি কোটি টাকা চাইছে। টিকিট বেচার ব্যাবসাই এখন কংগ্রেসের প্রধান কাজ হয়ে গেছে।
পি.সুধাকর রেড্ডি রাহুল গান্ধীকে চিঠি লিখে সমস্ত কথা বলেন, এবং কংগ্রেস পার্টি টিকিট বেচার ব্যাবসা করছে সেটার অভিযোগ জানিয়ে দল থেকে ইস্তফা দেন।
রেড্ডি এর অনুযায়ী, কংগ্রেস প্রতিটি টিকিটের জন্য কোটি কোটি টাকা চাইছে। আর নির্বাচনের সময় টিকিট বেচার ব্যাবসা কংগ্রেসের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে।
সুধাকর রেড্ডির এই অভিযোগের পর কংগ্রেস নেতারা মুখ বন্ধ করে রেখেছে। আর তাঁদের নীরবতা প্রমাণ করে দিচ্ছে যে সুধাকর রেড্ডি ঠিক বলছেন। বিজেপির অভিযোগ ছিল যে, কংগ্রেস কোন দল না, এটা একটি কোম্পানি। আর সুধাকর রেড্ডির ইস্তফা বিজেপির অভিযোগে শিলমোহর লাগিয়েছে।
আরেকদিকে নরেন্দ্র মোদী দেশের যুব সমাজকে টিকিট দিচ্ছেন, বিজেপির কাছে টাকা গুরুত্ব না, গুরুত্ব হল দেশ। উদাহরণের জন্য বেঙ্গালুরু সাউথ সিটে মোদীজি ২৮ বছরের যুবক কে বিজেপির টিকিট দিয়েছেন। আরেকদিকে এই বাংলার রাণাঘাট আসনেও ২৮ বছরের যুব ডাক্তারকে টিকিট দিয়েছে বিজেপি।
টিকিট বেচার ব্যাবসা করে কোটি কোটি কামাচ্ছে কংগ্রেস, এই অভিযোগ সামনে এনে ইস্তফা দিলেন কংগ্রেস সচিব।