ল্যান্ড জিহাদ আসামে (Assam) । তবে এবার আর নিঃশব্দে নয়। সশস্ত্র মুসলিম দুষ্কৃতীরা হামলা চালালো হিন্দু চাষীদের ওপর। উদ্দেশ্য হিন্দুর জমি দখল। বাধা দেওয়ায় দুষ্কৃতীদের অস্ত্র ও লাঠির আঘাতে আহত হলেন ১৫ জন হিন্দু। ইতিমধ্যেই এই ঘটনায় থানায় FIR দায়ের হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। ঘটনা আসামের বঙ্গাইগাঁও-এর সৃজনগ্রামের।
স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী সৃজনগ্রামের প্রায় ৭০০ বিঘারও বেশি নদীর চর রয়েছে। এর আগে ৫০০ বিঘার মতো জমি মুসলিমরা দখল করে অবৈধ বস্তি গড়ে তুলেছে। বাকি ২০০ বিঘার মতো জমি হিন্দুদের দখলে ছিল। হিন্দুরা সেই জমিতে চাষ-আবাদ করেন। পরে সরকার থেকে হিন্দু চাষীদেরকে ওই জমির পাট্টা দেওয়া হয়। সেই থেকেই ওই জমিতে হিন্দুরা চাষবাস করে আসছিলেন। কিন্তু গতকাল দুপুরে কয়েকশ মুসলিম দুষ্কৃতি লাঠি, দা, বল্লম, কাটারী নিয়ে হিন্দু চাষীদের ওপর হামলা চালায়। তাঁরা জমি দখলের উদ্দেশ্যে এই হামলা চালায় বলে বক্তব্য চাষীদের। তারা বহু জমি বেড়া দিয়ে ঘিরে দেবার চেষ্টা করে। চাষীরা বাধা দিলেও দুষ্কৃতীদের সঙ্গে এঁটে উঠতে পারেনি। লাঠির আঘাতে মাথা ফেটে যায় অনেকের। বেশ কয়েকজন হিন্দু চাষীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এই হামলায় নেতৃত্ব দেন ইছলাম আলী (Islam Ali), মকবুল আলী, সহব উদ্দিন, রহিমউদ্দিন ও আকবরসহ আরও অনেকে। এই হামলায় ১৫ জন হিন্দু চাষী আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।