তৃণমূল কংগ্রেস নামক সমগ্র দলটাই এখন মানসিকভাবে বিজেপিতে। রবিবার হুগলির রিষড়ায় দলীয় প্রার্থীর হয়ে প্রচারে এসে এমনই ইঙ্গিত দিলেন তৃণমূলের কংগ্রেসের একদা দোর্দণ্ড প্রতাপ নেতা অর্জুন সিংহ। তিনি বলেন, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিতে চান এমন নেতার তালিকা দীর্ঘ। এদিন রিষড়ায় ভাটপাড়ার বাহুবলী বিধায়ক বলেন প্রায় ১০০ জন তৃণমূল নেতার নাম রয়েছে তাঁর কাছে যাঁরা বিজেপিতে আসতে চান। কোন তৃণমূল নেতা আগে আসবেন, আর কেই বা পরে নাম লেখাবেন সেই হিসেব চলছে।
অর্জুনের বক্তব্যে পরিস্কার, কারা লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেবেন আর কারা পরে, এই সিদ্ধান্ত এখন বিজেপিই নেবে বা নিচ্ছে। এরই মধ্যে অর্জুন সিংহের গুরুত্বপূর্ণ মন্তব্য, “রাজ্য রাজনীতিতে বিরাট পরিবর্তন আসতে চলেছে।”
তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, এমন কথা বলে ভোটের আগে তৃণমূলের অন্দরে সন্দেহের বাতাবরণ তৈরি করাই লক্ষ্য ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর। একই সঙ্গে কেউ কেউ মনে করছেন, এমন কথা বলে অর্জুন মোটেই নির্বাচনী লড়াইতে বিবৃতির যুদ্ধ করছেন না বরং তৃণমূলের অদুর ভবিষ্যতের ইঙ্গিতই দিচ্ছেন।