SIR In Bengal: SIR আবহে এবার পোস্টার-বিতর্ক! সীমান্ত লাগোয়া বসিরহাটে ‘সনাতনী যোদ্ধা’ লেখা.. তীব্র চাঞ্চল্য…

 বাংলায় শুরু হয়ে গেল SIR। রাজ্যজুড়ে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিল করছেন BLO-রা।

  

2/6

বসিরহাটে বিতর্কিত পোস্টার!

এবার কী হবে? দেশ ছেড়ে কী চলে যেতে হবে? SIR নিয়ে আতঙ্কিত অনেকেই। এমনকী, ভয়ে একাধিক আত্মহত্যার ঘটনাও ঘটে গিয়েছে। এই পরিস্থিতিতেই পোস্টার পড়ল বসিরহাট স্টেশনে।

3/6

বসিরহাটে বিতর্কিত পোস্টার!

শিয়ালদহ-হাসনাবাদ লাইনের গুরুত্বপূর্ণ স্টেশন বসিরহাট। আজ, শনিবার সকালে স্টেশনের ২ নম্বর প্ল্যাটে বেশ কয়েকটি পোস্টার নজরে পড়ে।

  

4/6

বসিরহাটে বিতর্কিত পোস্টার!

সাদা কাগজে নীল কালিতে ছাপানো সেই পোস্টারে লেখা, ‘অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি, রোহিঙ্গা মুসলিম অবিলম্বে ভারত ছাড়ো’। এই পোস্টারে হাংলাদেশ সীমান্ত লাগোয়া বসিরহাটে তীব্র চাঞ্চল্য।

  

5/6

বসিরহাটে বিতর্কিত পোস্টার!

কারা এমন পোস্টার লাগাল? পোস্টারের নিচে লেখা, ‘সনাতনী যোদ্ধা, বসিরহাট জেলা’।

  

6/6

বসিরহাটে বিতর্কিত পোস্টার!

কয়েকদিন আগেই গ্রেফতার করা হয় ১২ জন বাংলাদেশি। SIR ভয়ে নাকি ভারত ছেড়ে পালাচ্ছিলেন তাঁরা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.