কলকাতা: শীতের আমেজে মাতোয়ারা হয়ে উঠেছিল গোটা রাজ্য। আর কয়েকদিন পরেই বড়দিন। তার আগে শীত পরাতে বেশ খুশি হয়েছিল শহরবাসী। কিন্তু এবারে আচমকা বদলে গেল আবহাওয়া।
সোমবার প্রায় ২ ডিগ্রি বেড়ে তাপমাত্রা দাঁড়িয়েছে ১৪.৪ ডিগ্রি তে। রবিবার ছিল ১২.৪ ডিগ্রি। যা বোঝা যাচ্ছে এবারে বড়দিন কাটতে চলছে গরমের রেশ নিয়েই।
আকাশ মেঘলা থাকার কারণে দিনের তাপমাত্রার তারতম্য দেখা দিচ্ছে বলে মত প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। আগামী ২৪ ঘণ্টাতেও ঘন কুয়াশা থাকতে পারে বলে জানা গিয়েছে। এছাড়াও আগামী কয়েকদিন ধীরে ধীরে বাড়বে রাতের তাপমাত্রা এমনটাই মনে করা হচ্ছে।
পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লিতে আপাতত রয়েছে কোল্ড ডে পরিস্থিতি। জানা গিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জেরে আজ মধ্যপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে।