প্রবল দূষণের কবলে দিল্লি, ৫ দফা নিদান নিয়ন্ত্রক পর্ষদের, প্রাথমিক স্কুলগুলি চলবে অনলাইন মাধ্যমে

দিল্লির দূষণ ঘিরে উদ্বেগের আবহে শুক্রবার থেকে আরও কড়াকড়ি করা হচ্ছে রাজধানীতে। দিল্লিতে বাতাসের গুণগত মানের অত্যন্ত অবনতি হওয়ায় এই কড়াকড়ি জারি হচ্ছে। দূষণ মোকাবিলায় শুক্রবার সকাল ৮টা থেকেই কার্যকর হতে চলেছে তৃতীয় স্তরের সতর্কতা (গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩ বা জিআরএপি ৩)। বেশ কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণও জারি করা হচ্ছে এই সতর্কতামূলক পদক্ষেপের আওতায়। এখনই প্রয়োজন নেই, এমন নির্মাণের কাজ কিংবা ভাঙার কাজ আপাতত বন্ধ থাকবে। কমে যাবে বাসের সংখ্যাও। দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা জানিয়েছেন, পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত শুক্রবার থেকে দিল্লির সব প্রাথমিক স্কুলে অনলাইন পঠনপাঠন চলবে।

কোন কোন ক্ষেত্রে কড়াকড়ি জারি হচ্ছে?

১. এখনই প্রয়োজনীয় নয়, এমন সব নির্মাণকাজ কিংবা কোনও ভাঙার কাজ আপাতত বন্ধ থাকবে। জাতীয় নিরাপত্তা, স্বাস্থ্য ব্যবস্থা এবং কিছু সরকারি পরিকাঠামো সংক্রান্ত নির্মাণ কাজকে এই কড়াকড়ির আওতার বাইরে রাখা হচ্ছে।

২. বিএস ৩-এর নীচে থাকা পেট্রল গাড়ি এবং বিএস ৪-এর নীচে থাকা ডিজ়েল গাড়ি চলাচল করতে পারবে না দিল্লির রাস্তায়। একই নিয়ম কার্যকর থাকবে দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশের গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজ়িয়াবাদ এবং নয়ডায়।

৩. নিয়ন্ত্রণ করা হবে বাস চলাচলও। আন্তঃ রাজ্য পরিবহণের ক্ষেত্রে বৈদ্যুতিক, সিএনজি এবং ডিজে়ল চালিত বিএস ৬ বাস ছাড়া অন্য কোনও বাস চলাচল করবে না।

৪. এক মাত্র অত্যাবশ্যকীয় প্রয়োজনের ক্ষেত্রেই ডিজ়েল চালিত জেনারেটর ব্যবহার করা যাবে।

৫. জিআরএপি ৩ কার্যকর থাকাকালীন রাস্তায় ধুলো নিয়ন্ত্রণে রাখতে আরও বেশি পরিমাণে জল ছেটানোর ব্যবস্থা করা হবে।

দিল্লি ও সংলগ্ন উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে দূ‌ষণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার আগরায় ধোঁয়াশা এতটাই বেশি ছিল যে তাজমহলের প্রবেশদ্বার থেকে সৌধ দেখা যাচ্ছিল না। দিল্লিতেও ছিল ধোঁয়াশার ঘন চাদর। এই অবস্থায় শুক্রবার থেকে একাধিক কড়াকড়ি জারি করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে দিল্লিতে বাতাসের গুণগত মানের সূচক পৌঁছে গিয়েছিল ৪২৮-এ। দিল্লিতে দূষণ যে হারে বৃদ্ধি পেয়েছে, তাতে জিআরএপি ৩ জারি করা হবে কি না— তা নিয়ে গত কয়েক দিন ধরেই চর্চা চলছিল। বৃহস্পতিবার সকালে দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই জানিয়েছিলেন, এখনই জিআরএপি ৩ জারি করা হবে না। তবে বিকেলে দিল্লির বাতাসের মান বিষয়ক কমিশন (সিএকিউএম) জানিয়ে দিয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে জিআরএপি ৩ কার্যকর হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.